উপেক্ষিতা
মাফরূহা বেগম
—————-
ভালোবেসে তোমার কাছে চেয়েছিলাম
একটা সুনীল আকাশ। যেখানে আমি
উড়তাম খেলতাম বিচরন করতাম
দিগন্তব্যপী সূদুরের আঙিনায়।
চাঁদের রাতে জোসনার ধারায় স্নাত হয়ে
আমি থাকতাম তোমার জন্যে অনন্ত
প্রতীক্ষায়। কখনো হারিয়ে তারাদের
মিছিলে, বারবার ফিরে ফিরে আসা
তোমার কাছেই, ভালোবাসার উষ্ণতায়।
তোমার কাছেই চেয়েছিলাম একটি
জোসনার রাত। যে রাতে নীল আকাশ
ভাসে অপরূপ সাজে রুপালি ধারায়।
মাটির পৃথিবীতে পাঠায় অফুরন্ত
আলোর প্রভা। যার ছটায় গাছের পাতারা
ফুলেরা পাখিরা আনন্দে শিহরিত হয়ে যায়,
আর কোন না বলা ভাষায় ডাকে আমায়।
তুমিতো দাওনি সে সুখ, হৃদয় ভেসেছে
সীমাহীন দুখে। দিয়েছ শুধূ দুখের দহন,
আধারের ম্লানিমায়, অমাবস্যার সীমানায়।