প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে ৮ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তামিম ইকবাল। ২৭১ ইনিংস খেলে এই মাইলফলকে পৌঁছেছেন দেশ সেরা ওপেনার। যা ইনিংসের হিসেবে বিশ্বের অষ্টম দ্রুততম।
বৃহস্পতিবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রংপুর রাইডার্সে বিপক্ষে খেলতে নামার আগে স্বীকৃত টি-টোয়েন্টিতে তামিমের নামের পাশে ছিল ৭ হাজার ৯৯৩ রান। মাইলফলক থেকে ৯ রান দূরে থেকে ব্যাটিংয়ে নামেন তামিম।
ইনিংসের পঞ্চম ওভারে শেখ মেহেদিকে চার মেরে ৮ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তামিম। সময়ের সঙ্গে আক্রমণাত্মক ব্যাটিং করার চেষ্টা করেছেন তিনি। তবে ইনিংস বড় করতে পারেননি। একাদশ ওভারে কামরুল ইসলাম রাব্বির বলে মিড অফে ক্যাচ দেওয়ার আগে ৩৪ বলে করেছেন ৪০ রান।
তামিম তার টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৫২টি ফিফটি করেছেন তামিম। এই সংস্করণে বাংলাদেশের আর কোনো ব্যাটারের চল্লিশ বা তার চেয়ে বেশি ফিফটি নেই। দ্বিতীয় সর্বোচ্চ ৩৪টি ফিফটি মুশফিকুর রহিমের।
টি-টোয়েন্টিতে তামিমের সেঞ্চুরি সংখ্যা মোট ৪টি। এখানেও দেশসেরা তামিম। আর কোনো ব্যাটসম্যানের এত সেঞ্চুরি নেই।
Good job, carry on
Thanks Bro