স্পোর্টস নিউজ: চ্যাম্পিয়নস লিগে আরও একবার শিরোপা জিতল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে শনিবার রাতে জার্মান ক্লাব বুরুশিয়া ডর্টমুন্ডকে ২-০ গোলে হারিয়ে নিজেদের ১৫তম শিরোপা নিশ্চিত করে রিয়াল। চ্যাম্পিয়নস লিগের (সাবেক নাম ইউরোপিয়ান কাপ) ইতিহাসে এর অর্ধেক শিরোপাও জিততে পারেনি কোনো দল। দ্বিতীয় সর্বোচ্চ ৭ শিরোপা ইতালিয়ান ক্লাব এসি মিলানের।
৬টি করে শিরোপা আছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ ও ইংলিশ ক্লাব লিভারপুলের। এই দুই ক্লাবের সমান শিরোপা জিতেছেন রিয়ালের চার খেলোয়াড়; লুকা মদ্রিচ, দানি কারভাহাল, টনি ক্রুস ও নাচো ফের্নান্দেস।
ক্লাব ফুটবলের সর্বোচ্চ এই প্রতিযোগিতায় এতদিন এই রেকর্ড ছিল শুধুই পাকো গেন্তোর। রিয়াল মাদ্রিদের কিংবদন্তি এই ফুটবলার ১৯৫৬, ১৯৫৭, ১৯৫৮, ১৯৫৯, ১৯৬০ ও ১৯৬৬ সালে তৎকালীন ইউরোপিয়ান কাপ জিতেছিলেন। রিয়ালের হয়ে মদ্রিচ, নাচো ও কারভাহাল চ্যাম্পিয়নস লিগ জিতেছেন ২০১৪, ২০১৬, ২০১৭, ২০১৮, ২০২২ ও ২০২৪ সালে।
টনি ক্রুস ৬ বার শিরোপা জিতলেও রিয়ালের হয়ে জিতেছেন ৫ বার। ২০১৪ সালে রিয়ালের স্কোয়াডে ছিলেন না তিনি। তার আগের বছর, ২০১৩ সালে বায়ার্নের হয়ে ইউরোপের ক্লাব ফুটবলের সর্বোচ্চ শিরোপার মুকুট পরেন ক্রুস।
শিরোপার সংখ্যা আর বাড়িয়ে নেওয়ার সুযোগ নেই ক্রুসের সামনে। কারণ, ডর্টমুন্ডের বিপক্ষে এই ফাইনাল ম্যাচই ক্লাব ক্যারিয়ারে তার বিদায়ী ম্যাচ। তবে সুযোগ থাকবে মদ্রিচ-কারভাহালের সামনে। আরও একটি মৌসুম রিয়ালে থাকছেন মদ্রিচ। আর কারভাহালের চুক্তি আছে ২০২৫ সাল পর্যন্ত। তবে রিয়ালে অধিনায়ক নাচো আর থাকবেন কি না সেটি এখনো পরিস্কার নয়।