বিনোদন ডেস্ক: এবার চিত্রনায়িকা তমা মির্জার বিরুদ্ধে ২০ কোটি টাকার মানহানি মামলা করতে যাচ্ছেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। তমা মির্জাকে পাঠানো এক আইনি নোটিশে মিষ্টি জান্নাতের আইনজীবী কামরুজ্জামান কচি বলেন, তার মক্কেলের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আজ সোমবার নোটিশটি ইস্যু করা হয়েছে।
তমা মির্জার পাঠানো নোটিশের জবাবে মিষ্টি জান্নাত বলেন, নোটিশের প্রথম ও দ্বিতীয় অনুচ্ছেদ নিয়ে তার কোনো বক্তব্য নেই। সেখানে উল্লেখ করা হয়, মিষ্টি জান্নাত পেশায় অভিনয়শিল্পী এবং ডেন্টিস্ট। তিনি অভিনয়ের জন্য একাধিক পুরস্কারও পেয়েছেন।
জবাবে আরও বলা হয়, তৃতীয় অনুচ্ছেদে আনা অভিযোগ পুরোপুরি সত্য নয়। সেখানে বলা হয়েছে, কোনো সূত্র উল্লেখ না করে তমা মির্জার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে।
মিষ্টি জান্নাতের আইনজীবীর বরাতে আরও দাবি করা হয়, তমার নোটিশে ভিডিও সাক্ষাৎকারের কথা বলা হয়েছে। কিন্তু কোন ভিডিও তা উল্লেখ করা হয়নি। মিষ্টি জান্নাত প্রচুর সাক্ষাৎকার দিয়েছেন, তাই কোথায় কোন বক্তব্যের জন্য অভিযোগ তোলা হয়েছে তা যাচাই করা সম্ভব নয়। একই সঙ্গে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমেও মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ করা হয়েছে। কিন্তু তার সময় কিংবা তারিখ উল্লেখ করা হয়নি। এ ছাড়া তমার অভিযোগগুলো পুরোপুরি সত্য নয় বলেও দাবি করেন মিষ্টি জান্নাত।
নোটিশের শেষে বলা হয়েছে, যদি এই জবাবের প্রেক্ষিতে কোনো পদক্ষেপ নেওয়া না হয় তবে তমা মির্জার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন মিষ্টি জান্নাত।