আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের মালিক সোনিয়া মেহজাবিনের জামিন স্থগিত করা হয়েছে। রবিবার (১২ জানুয়ারি) চেম্বার আদালতের বিচারপতি রেজাউল হক এই আদেশ দেন। হাইকোর্টে মিথ্যা তথ্য দেয়ায় সোনিয়ার জামিন স্থগিত করা হয়।
গুলশান থানার মামলা নং ০৬ (১০) ২১ ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইনের মামলায় গত ৫ ডিসেম্বর বিচারপতি এ এস এম আব্দুল মবিন ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের দ্বৈত বেঞ্চে জামিন পান অন্যতম প্রধান আসামি সোনিয়া। পরে অভিযোগ ওঠে চার্জশিট ও মালিকানা সংক্রান্ত ভুল তথ্য উপস্থাপন করে জামিন পান তিনি।
তবে চেম্বার আদালতের বিচারপতি রেজাউল হক সোনিয়ার জামিন স্থগিত করেছেন। মানিলন্ডারিং মামলা বর্তমানে মহানগর দায়রা জজ আদালত ১- এ বিচারাধীন আছে।
এছাড়া গুলশান থানার মামলা নং ৩৯ (১০) ২১ ধারা, ৪০৬/৪২০/১০৯/৫০৬/৩৪ আসামি সোনিয়া ও তার স্বামী মাসুকুর রহমানের জামিন চেম্বার জজ আদালত গত ২৯ অক্টোবর ৮ সপ্তাহের জন্য স্থগিত করেন।
জামিন আদেশ স্থগিত থাকার জন্য আপাতত মুক্তি মেলেনি তাদের। সোনিয়া ও মাসুকুর বর্তমানে কাশিমপুর কারাগারে বন্দি আছেন।