এসেছে নতুন বর্ষ
মাফরূহা বেগম
—————-
এসেছে আবার নতুন বর্ষ দুয়ারে
নতুন দিনের নতুন বার্তা নিয়ে,
অপেক্ষমান অনাগত আশা শিয়রে
নব স্বপ্নেরা তাই মনে আসে ধেয়ে।
নানা ভাবনায় কেটে গেছে সব দিনগুলি
পেরিয়ে এসেছ শত ঝন্ঝার বায়,
নব আয়োজনে পুরানোকে আজ যাও ভূলি
জাগুক সাড়া নতুন ভাবনায়।
দূয়ার খোল দেখো সামনের পানে
প্রকৃতিও যেন দিচ্ছে তাই সাড়া,
সবই মগ্ন নতুনের আহ্বানে
সবকিছু যেন খুশিতে আত্মহারা।
এসো সবে আজ নতুন স্বপ্ন দেখি
পুরাতনকে জানিয়ে বিদায়,
নতুন আশার আলো দুচোখে আঁকি
একসাথে সবে নতুনের গান গাই।