হে মহানবী
মাফরূহা বেগম
হে মহানবী হে মহানবী(সাঃ)
তুমি পূর্বাকাশের রবি
আমি আপন মনের মাধূরী মিশিয়ে
জেনেছি তোমায়
তুমি নিখিল ধরার ছবি।
হে মহানবী হে মহানবী (সাঃ)।
তুমি করে গেছো জয় এসে এ ধরায়
যত পাপচার যত অন্যায়,
যত হানাহানি যত খুনোখুনি
করেছ বিলোপ সবই
হে মহানবী হে মহানবী (সাঃ)।
মোর যতদূর যায় দৃষ্টির সীমা
আমি দেখি শুধূ তোমার মহিমা
তুমি যে মহান তুমি দয়াবান,
তুমি আলোকিত রবি ,
হে মহানবী হে মহানবী(সাঃ)।।