হে প্রিয় নবী, হে মোহাম্মদ রসুল(সাঃ)
তুমি যে নূরের নবী তুমি যে অতুল,
এনেছিলে সাথে করে অফুরান আলো
এ ধরা যখন ছিল আধারেতে কালো।
অপার গুনরাজি ছিল তব সাথে
এনেছিলে বয়ে তুমি কোন অমারাতে।
তুমি কুদরতি তুমি নূরের নবী
সত্য সুন্দর আর অন্যায়ের ছবি।
ক্ষমা মায়া ভালোবাসা প্রেমের প্রতীক
সে প্রেমেতে করেছিলে আলো দশদিক।
তোমাকে স্মরণ করি তাই বার বার
এ প্রানের ভালোবাসা লহো আরবার।