হতে চাই
মাফরূহা বেগম
——————-‐—
এখন আমাকে তুমি যা খুশী বলতে পারো।
পাখি বলো পাখি, মেঘ বলো মেঘ, যেভাবে হোক
তোমার ইচ্ছামত আমাকে ভাবতে পারো।
আমিতো এখন আছি বেশ। কখনো পাখির মত,
কখনো মেঘের মত শুন্যে উড়ি নিরুদ্দেশ।
পাখিরা অচিনে ওড়ে উদ্দেশ্যহীন,
পৃথিবীর সব সুখ কুড়িয়ে আনে ডানায় করে,
আপন খুশিতে মেতে আপন আনন্দে ভরে।
যখন যেখানে খুশী অবাধ উদ্যমে উড়ে যায়,
এই আছে, এই নেই সহসা হারায়।
তেমনি মেঘেরা ওড়ে অজানা আকাশে,
দৃষ্টির প্রান্ত ছেড়ে সীমার বাহিরে, একদিক
ছেড়ে অন্যদিকে, একপাশ ছেড়ে অন্যপাশে,
নিমেষে উড়ে যায় অজানা দেশে।
মেঘ আর পাখি, একজনের আছে প্রানের স্পন্দন
প্রাণহীন অন্যজন। তবু একই নিয়মে তাদের
শুধূ ওড়া, সীমার বাহিরে উদ্দেশ্যহীন ঘোরা।
তাই আমি মেঘ অথবা পাখি হতে চাই।
তাদের মত উড়ে যাব বহুদূরে, শুন্যে উধাও হয়ে।
পৃথিবীর নির্দয় কোলাহল ছেড়ে। মানুষের দেওয়া
কষ্ট দুঃখ আর যাতনাগুলি কখনও যেন
না ছুতে পারে আমায়।