“স্বাগতম, সকালের আলো”
মাফরূহা বেগম
কি স্নিগ্ধ নির্মল এই সকালের আলো
মনেতে একরাশ পবিত্রতা ছড়ালো।
এখনো দূরাকাশে জাগে চাঁদের রেখা
নীল চাঁদোয়ায় যেন স্বর্ণখন্ড আঁকা।
বাতাসে সুকোমল শীতের পরশ জাগে
আসন্ন দিনের কাছে যেন প্রার্থনা মাগে।
সাড়া নেই শব্দ নেই, নেই কোন কথা
চারিদিকে জাগে সুনসান নীরবতা।
সবুজ পাতারা যেন চোখ মেলে ধীরে
পাখিরা ঝিমায় সবে আপনার নীড়ে।
দিনের যাত্রার শুরু এখান থেকেই
প্রস্তুতি তার যেন চলেছে এখানেই
এ সকাল যেন এক শান্তির দূত
যেন স্নিগ্ধ নির্মল আর পবিত্র পূত
স্বাগতম ,হে সুন্দর সকালের আলো
দিন করো আলোকিত,দূর করে কালো।