সৃষ্টিকূলের শ্রেষ্ট মানব
মাফরূহা বেগম
আধার রাতে উঠেছিল দূর গগনে চাঁদ
তাইতো সারা জগৎ জুড়ে ভাংলো আলোর বাঁধ।
জাগল ধরা কানন জুড়ে উঠল ফুল হেসে
পাখপাখালী উঠল গেয়ে কতই ভালোবেসে।
পথভোলা সব পথিক যত খুঁজে পেল পথ
পরশমনির ছোয়া পেয়ে পূরল মনোরথ।
মরুর বুকে আনন্দেরি জাগল ঝর্ণাধারা
প্রিয় নামে ডেকে তারে মন যে পাগলপারা।
সেই সে প্রিয় নামখানি তার মহিমায় অতুল
সৃষ্টিকূলের শ্রেষ্ট মানব মোহাম্মদ রসুল (সাঃ)।