সাগর বেলায়
মাফরূহা বেগম
সাগরের বুকে ঢেউয়ের বসতি
ভাঙ্গে গড়ে অবিরাম,
আজ সাগরের বালুকা বেলায়
লিখে যাই মোর নাম।
বেলা যে ফুরায় আধারেতে ছায়
ঢেউ আসে ওই ধেয়ে,
শান্ত এ মন স্তব্ধ নয়ন
অপলকে থাকি চেয়ে।
ওই আসে ঢেউ গরজে গরজে
কূলে এসে আছড়ায়,
যত ছোটাছুটি বৃথা হলো সবই
পায়না তো কূলে ঠাঁই।
সাগরের বুকে ঢেউয়ের মাতন
একা একা দেখি চেয়ে,
মোর দুই চোখে অথৈ সাগর
নানা কথা আনে বয়ে।
কতজনে আসে কত নাম লেখে
কিছুতো থাকেনা শেষে,
ধূয়ে যায় সবই, মূছে যায় সবই
সাগরের ঢেউয়ে মিশে।
সাগর বেলায় মোর নাম লিখে
আমি চেয়ে চেয়ে দেখি,
জানি ঢেউ এসে মুছে যাবে তারে
রবেনা কিছুই বাকি।