শিউলি ফুল
মাফরূহা বেগম
—————
তুমি কি ধারন করো বুকে এক
অব্যক্ত অভিমান ?
সারারাত কাঁদো মনে মনে
ঝরে পড়া শিশিরের সনে
নিজেকে করে এমন বিরান ?
ওগো রূপময়ী শিউলি সুন্দরী,
স্বেত শুভ্র রুপে রাঙ্গা বসনে তুমি
এক রঙের মাধূরী।
তোমার রূপে মোহিত বাতাস
বয়ে আনে ক্ষণিকের আনন্দ আভাষ।
তারই সাথে মাতাল হাওয়া রাতভর
বাজায় সুমধুর বাঁশি,
সেইসাথে কঠিন মাটিতে, ঘাসে
ঝরে পড়ো রাশি রাশি।
এ কোন ব্যথায় তুমি করো নিবেদন
ফুটে আর ঝরে নিজেকে করে বিসর্জন?
ওগো শিউলি ফুল, এ কেমন ভূল
আসা আর চলে যাওয়া,
ক্ষণিকের আনন্দ দিয়ে নিজেকে বিলিয়ে
এ কোন দুখের খেয়া বাওয়া?