“রসুল(সাঃ)র নাম”
মাফরূহা বেগম
রসুল(সাঃ)র নাম সাথে নিয়ে যাব মৃত্যুর পরপারে,
তাইতো আমি দিবসযামী করছি স্মরণ তারে।
সেই সে কঠিন হাসরের দিনে ত্বরাবেন মোরে যিনি,
মানবকূলের শ্রেষ্ট মানব বলেই তারে মানি,
তারে ছাড়া সেই প্রিয় নামে ডাকব আমি কারে?
রসুল(সাঃ)র নাম সাথে নিয়ে যাব মৃত্যুর পরপারে।
আল্লাহপাকের পরেই যে নাম শিখেছি জন্মাবধি
বড়ই যতনে রাখি মোর মনে সেই নাম নিরবধি
লক্ষ কোটি সালাম আমার পাঠাই সে নাম স্মরে,
রসুল(সাঃ)র নাম সাথে নিয়ে যাব মৃত্যুর পরপারে।