মেঘলা দিনে
মাফরূহা বেগম
………………….
আজ এই ছায়াঘেরা মেঘলা দিনে
বৃষ্টি কোন খেলা খেলে তার বীণে।
ঘরের কোনে থাকি একাকিনী বসে
আনমনে চেয়ে থাকি দূরের আকাশে।
জানিনা কোথা তুমি কতদূরে থাকো
আমার মত করে মনে ছবি আঁকো ?
কোন বা সূরখানি জাগে তব মনে
কোন বা গান জাগে মনে এই ক্ষণে ?
কার কথা মনে পড়ে, কোন বা সে কথা
মনে মনে বয়ে আনে কোন সে বারতা ?
কার প্রিয় নামখানি মন মাঝে দোলে
কার কথা মনে হলে মন পথ ভোলে ?
আজ এই মেঘলা বৃষ্টির দিনে
তোমার কথাই মোর জাগে মনবীণে।
মনে পড়ে এই কথা কবির ভাষায়,
” এমন দিনে তারে বলা যায়
এমন ঘন ঘোর বরষায় “।
কি কথা বলা যায় বলেনিতো কবি
আমি শুধূ এই ক্ষণে লিখে যায় সবই।