
ভালোবাসি বলে
মাফরূহা বেগম
…………..
ভালোবাসি বলে তাই নীরবতা বেদনা জাগায়,
বৃষ্টির কিণ্ণরী শব্দে রাতের নিরালায়।
মেঘের গর্জন শুনে ঘুমেরা পলাতকা
বৃষ্টির পতনের শব্দে জেগে থাকি একা।
আকাশে নীলকান্তি মেঘ ধূসর এখন
ধোয়াশায় মগ্ন এই নিঃসঙ্গ ক্ষণ।
একা আমি বসে থাকি স্মরণের তীরে,
স্মৃতি শুধূ ভীড় করে হৃদয় বন্দরে।
কত কথা, কত ব্যাথা জাগে শুধূ মনে,
ফেলে আসা দিন মনে ভাসে ক্ষণে ক্ষণে।
ভাসি আমি হাসি কান্নার দোদ্যুল দোলায়
ভালোবাসা আলো আশা হয়ে মনকে ভোলায়।
এ জাতীয় আরো খবর..