মাফরূহা বেগম, লন্ডন থেকে
ভবের ঘাটে নাও ভিড়ায়া
আমি আছি তোমারই আশায়
প্রভূ গো, সঙ্গের সাথী আমার কেহ নাই।
দুদিনের এই খেলাঘরে ডুবছি নানা পাপে
ডাকছি তোমায় দিবানিশি বড়ই মনস্তাপে,
আমার বন্ধুস্বজন নয়তো আপন
তুমি বিনা নেই কোন সহায়,
প্রভূ গো, সঙ্গের সাথী আমার কেহ নাই।
পড়েছি এক মায়ার ফাঁদে এই না রঙের ভবে
সবকিছু যে ফুরিয়ে যাবে কিছুই নাহি রবে।
যেতে হবে খালি হাতে
যাবার বেলা তোমার দয়া চাই,
সঙ্গের সাথী আমার কেহ নাই, প্রভূ গো
সঙ্গের সাথী আমার কেহ নাই।