বোধ
মাফরূহা বেগম
--------------
তোমার কাছে চাইনি আর কিছু
চেয়েছিলাম শুধু একটি কথা,
বুঝিনিতো সেটাই যে ভুল ছিল
তাইতো এখন বইছি নীরবতা।
ভাবিনিতো করবে এমন তুমি
রাখবে নাতো আমার অনুরোধ,
ঠেকে গিয়ে শিখে গেছি আমি
হলো এবার ষোল আনা বোধ।
বুঝছি তবে স্বার্থবাদি তুমি
বোঝো ভালো নিজের সুবিধাই,
সুযোগ পেলে ছাড়বেনা তো মোটে
তোমার কাছে আমার তো দাম নাই।
চুপ করেছি আমি এসব বুঝে
তোমার কাছে নেইতো কোন দাবি,
তুমি এবার নিজের পথেই হাটো
নিজেও আমি একা বলেই ভাবি।
প্রকাশক ও সম্পাদক: মোঃ রেজাউল ইসলাম সেলিম
মোবাইল: +৮৮০ ১৭১২ ৫৫৭৯১৬
ই-মেইল: newsporikroma@gmail.com