“বিশ্বাসের অপমৃত্যু”
মাফরূহা বেগম, লন্ডন প্রবাসী
………………………….
বিশ্বাস বলে কোন শব্দ মনে হয় আজ
আর অভিধানে নেই।
পৃথীবির ভৌগলিক অবস্থানে দেখা যায়,
আমাদের পৃথিবী তিনভাগ জল দ্বারা
পরিবেষ্টিত। আর তাই মনে হয় সাগরের
গভীরতায় তলিয়ে গেছে এখন বিশ্বাস।
আজ অবশিষ্ট আছে শুধূ মিথ্যা চারিতা।
একদিন বিশ্বাস নামক বিশেষনের অস্তিত্ব
ছিল এখানে, সেখানে এবং সবখানে।
সেদিনের মানুষগুলো ছিল খাটি সোনার মত।
সে দিনগুলো ছিল সততা আর সত্যের
সোনালী আলোকে উজ্জ্বল। সেইসাথে
পৃথিবী ছিল সহমর্মিতা,দায়িত্ববোধ ও
ভালোবাসায় পূর্ণ। আজ মিথ্যাচারীতার কাছে
বিশ্বাস নামক শব্দের হয়েছে অপমৃত্যু।
এই ঘূণেধরা সমাজে মিথ্যা,ছলনা আর
ভন্ডামীর ভয়াবহতায় আজ সত্য বড় অসহায়
হয়ে মুখ থুবড়ে পড়ে আছে।
মানুষ নামের জীবগুলোর অতি চাতুরীর কাছে
পরাজিত আজ বিশ্বাস নামের সত্য।