“প্রভূর নাম”
মাফরূহা বেগম
দিবানিশি স্মরি প্রভূ তোমার নামখানি
যে নামেতে সব প্রশান্তি মনে দেয় আনি।
যে নামখানি জপছে সবে সারা জগৎ জুড়ে
আকাশ সাগর যে নামেতে গাইছে সূরে সূরে।
যে নাম নিয়ে ভোরের বেলা সূর্য্য ওঠে জেগে
যে নাম নিয়ে নদী নালা ছুটে চলে বেগে।
সাঝের বেলা যে নাম নিয়ে চাঁদটি ওঠে হেসে
আলো পাঠায় পৃথিবীতে যে নাম ভালোবেসে।
জগত জুড়ে দেখি তোমার নামের মহিমা
ওগো অসীম,পাইনা তো ওই নামেরই সীমা
জানি তুমি নিরানব্বইটি নামের অধিকারী
যে গুনবাচক নামসমূহ গুনে বড়ই ভারী।
দিবানিশি স্মরি প্রভূ তোমার সেসব নাম
কি করে আর দেব আমি ওই নামেরই দাম।