“পরাজিত প্রতিনিধি”
মাফরূহা বেগম
তুমি এসেছ প্রতিশোধ নিতে,
আমি এসেছি ভালোবাসতে।
তোমার আক্রোশ, প্রতিহিংসা, হীনমন্যতা
শুধূ আমাকেই ঘিরে আবর্তিত,আমি জানি সেকথা,
তবু জেনেও তোমাকে ভালোবাসি।
তোমাকে ভালো না বেসে পারা যায়না।
ভালোবাসি তোমার নিস্পৃহ, নিষ্পাপ মুখ,
ভালোবাসি তোমার শিশুসূলভ সকৌতুক হাসি,
ভালোবাসি তোমার সহজ সরল কথাবলা।
তোমার সুখ দুঃখ, আনন্দ বেদনা,
তোমার ভালোমন্দ বোধ, চিন্তা চেতনা
সবই আমার জানা।
তুমি এসেছ আমাকে পরাজিত করতে,
আমি এসেছি তোমাকে জয়ী করতে।
তুমি একজন সফল স্বার্থক স্বয়ম্ভর পুরুষ
আমি নিজের জীবনের কাছে
এক পরাজিত প্রতিনিধি।
তুমি সংসারী, সামাজিক,খ্যাতিমান ,
আমি একজন ঘরহীনা সাধিকা।
আর তাই এক পরাজিত প্রতিনিধির কাছে
নিজের জীবনের সুখের বর্ণাঢ্য নিয়ে
জয়ী হতে এসেছ?