তুমি বললে তাই
মাফরূহা বেগম
তুমি বললে তাই কলম ধরলাম
বড় অসময়।
কাব্যেরা কবেই নিয়েছে ছুটি
ছন্দের গতিধারা সব গেছে টুটি
জীবন এখন নীরস গদ্যময়।
তুমি ডাকলে তাই সাড়া দিয়ে মনে,
শব্দের সূবর্ণধারা ভীড় করে আসে
পারিজাত হয়ে যেন বৃন্ত জুড়ে হাসে
বর্ণিল খেলা খেলে প্রজাপতি সনে।
তুমি চাইলে তাই বাধ ভেংগে জেগে
প্লাবনের ধারা যেন করে থৈ থৈ
যেন কোন উৎসবে মেতে ওঠে ওই
ভেসে যায় ভেসে যায় অজানা আবেগে।