তব বানী
মাফরূহা বেগম
তোমারে দেখিনি তবু
শুনেছি তোমার বানী,
ডেকেছ সকলে আলোর পথে
পেয়েছি বারতাখানি।
বিধি নিষেধের সেই সে বারতা
দূর করে সব ভূল জটিলতা
সত্যের পথে ডেকে নেয় সবে
এই মোরা শুধূ জানি।
তোমারে দেখিনি তবু
শুনেছি তোমার বানী।
তুমি যে নূরের নবী
আলো ভরা তব ঠাঁই,
রোগ শোক আর দুঃখে ক্লেশে
তব বানী খুঁজে পাই।
পূন্য ও প্রেমে আলো ভরপুর
সব ব্যাথা দুখ করে দেয় দূর
আধারের রাতে দেয় সে শুধূই
আলোর আভাষ আনি,
তোমারে দেখিনি তবু
শুনেছি তোমার বানী।