“কেমনে দেব পাড়ি”
মাফরূহা বেগম
সামনে আমার অথৈ সাগর কেমনে দেব পাড়ি
দয়াল আমার প্রভূর নামে হালটি একা ধরি।
বিশাল সাগর যায় যে বয়ে বিপুল জলরাশি,
কেমনে আমি পার যে হবো ভাবছি দিবানিশি।
ডুবছে আলো নামছে আধার হাল ছাড়িনা তবু,
ডাকছি তোমায় একলা মনে “ওগো দয়াল প্রভূ,
তোমার দয়া না পাই যদি কি যে আমি করি ?
সামনে আমার অথৈ সাগর কেমনে দেব পাড়ি।
রহিম রহমান প্রভূ , দয়াল তোমার নাম
তোমার নামের গুনেই জানি চলছে ধরাধাম।
পার যদি না করো মোরে কি হবে উপায় ?
তাইতো আমি ঘোর বিপদে তোমার দয়া চাই।
জানি তুমি দয়ার ধারক তাই তোমারে স্মরি,
সামনে আমার অথৈ সাগর কেমনে দেব পাড়ি।