আমি ফিরে এলাম
মাফরূহা বেগম
—————‐
আমি ফিরে এলাম,
আমায় তুমি রুখতে পারনি
এ তোমার অক্ষমতা।
কারন তুমি মগ্ন ছিলে অন্যতে।
এভাবে তো সবকিছু হয়না, হতে পারেনা।
তুমি অন্যতে নিবেদিতপ্রান হয়েও
আমাকে চাইবে, তাই কি হয়?
কারন ভালোবাসা বড়ই হিসাবী।
ভালোবাসা বড়ই স্বার্থপর।
ভালোবাসায় কেউ কাউকে অংশ
দেয়না, দিতে চায়না। আমিও চাইনি।
চায়নি ভালোবাসায় প্রতিদ্বন্দ্বিতা করতে,
অংশ দিতে। তাই আমি ফিরে এলাম।
এ আমার পরাজয় নয়, আমি বিজয়িনী।
তাই যেখানে ঠকামি, চাতুরি, কৌশল
সবকিছু থেকে ফিরে এসেছি
বিজয়িনীর বেশে।