আমার প্রভূর নাম
মাফরূহা বেগম
ফুল ওই ফোঁটে, পাখি ওই গায়
কুলু কুলুছন্দে নদী বয়ে যায়,
ফুলের রূপে পাখির গানে নদীর ছন্দে
বিভোর ধরাধাম,
তারা জপে , আমার প্রভূর নাম।
আকাশ ভরা তারা বাতাস আপনহারা
সাগর পাগলপারা,
ঢেউয়ে ঢেউয়ে অবিরাম,
তারা জপে আমার প্রভূর নাম।
মেঘেরা আকাশ জুড়ে,পাহাড় জাগে দূরে
বৃষ্টির টুপটাপ শব্দে নেইতো বিরাম,
তারা জপে আমার প্রভূর নাম।