“আজ কোনপথে”
মাফরূহা বেগম
ক্ষমা করো আর ভালোবাসো সবে
এ ছিল নবীর বানী
আজ কোনপথে চলেছে মানুষ
ভূলে সে বারতা খানি
প্রেমহীন হয়ে মানুষ যে আজ
জ্বলে ক্রোধে আর রোষে
ভূলের গর্তে পড়ছে মানুষ
আপন স্বভাব দোষে
জেনে বুঝে আজ করছে যে পাপ
ভূলে ভয় ভীতি গ্লানি
ক্ষমা করো আর ভালোবাসো সবে
এ ছিল নবীর বানী।
পাপকে আপন করেছে মানুষ
ভূলে পূন্যের কাজ
পশ্চাতে ফেলে নবীর বাক্য
ভূলেছে শরম লাজ
কিয়ামত বুঝি নেই বেশী দূরে
এযে তারই আলামত
মানুষ এখন ভূলতে বসেছে
সহজ সরল পথ।
বেপরোয়া সবে চলেছে এখন
স্বার্থের হানাহানি
ক্ষমা করো আর ভালোবাসো সবে
এ ছিল নবীর বানী।