অংক বুঝিনা
মাফরূহা বেগম
কবিতা লিখে সময় কাটাই
অংক বুঝিনা ঠিক ভালো
যোগ বিয়োগের হিসাব নিকাশে
হারিয়ে যায় সব তালও।
তাইতো আর হাটিনা ওপথে
দিনগুলিও কাটছে বেশ
কবিতার মাঝে খুঁজে ফিরি শুধূ
একটুখানি সুখের রেশ।
সুযোগ পেলেই কবিতারা এসে
ভীড় করে বসে মন জুড়ে
নিয়ে যায় মোরে যখন তখন
অন্য কোথাও কোন দূরে।
কাব্যের ধারা ঝরনার প্রায়
আসে আর যায় সারামনে
শব্দের ধারা উথাল পাথাল
খেলা করে যায় ক্ষণে ক্ষণে।
অংক বুঝিনা ভূল করি শুধূ
গুন ভাগ আর সরলে
মোটেই মেলেনা হাবুডুবু খেয়ে
ডুবি যেন কোন গরলে।
জীবন খাতার পাতায় পাতায়
ভূল অংকের কারসাজি
কবিতা লিখেই ভরে তুলি তাই
আমার ফুলের সব সাজি।।