1. banglahost.net@gmail.com : rahad :
  2. salim@dailynewsporikroma.com : salim_porikroma :
  3. z2dUz2dz2dUz@example.com : z2dUz2dz2dUz :
শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ০৬:২৭ পূর্বাহ্ন
২৮শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
ঘোষনা
এবার আরেক মাইলফলকে রোনালদো মানুষের মতো আইনগত অধিকার পেল নিউজিল্যান্ডের পাহাড় সোশ্যাল মিডিয়ায় পরীমণি ঝড়, ১৪ সেকেন্ডের ভিডিও ভাইরাল আবার সড়কে তিতুমীরের শিক্ষার্থীরা, মহাখালী-গুলশান সড়কে যানচলাচল বন্ধ জামায়াত দেশে শিক্ষাক্ষেত্রে নতুন ধারার সূচনা করেছে : মোহাম্মদ সেলিম উদ্দিন মন্ত্রণালয়ের নির্দেশনার তোয়াক্কা না করে ভর্তি পরীক্ষা নিচ্ছে জবি ক্রিকেট বিশ্লেষক সাংবাদিক দেব চৌধুরীর ইসলাম গ্রহণ এক বছর পর আজ মঞ্চে সাবিনা ইয়াসমিন ‘আমি ব্রিটিশ পুলিশ না, রাস্তায় আমার লোককে লাঠিপেটা করতে চাই না’ : ডিএমপি কমিশনার ছাত্ররা দল গঠন করবে: ফিন্যান্সিয়াল টাইমসকে অধ্যাপক মুহাম্মদ ইউনূস

শিল্পী সমিতির কাজ নিয়ে চিত্রনায়িকা বর্ষার প্রশ্ন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৬ মে, ২০২৪
  • ৬৩ বার পঠিত

গত কয়েক বছর ধরে নির্বাচন ঘিরে আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। এমনকি সাধারণ সম্পাদকের পদটি নিয়ে আদালত পর্যন্ত দৌঁড়াতে হয়েছে শিল্পীদের। এবার নির্বাচনে মিশা-ডিপজল প্যানেল জয়লাভ করে। তাদের শুভেচ্ছাও জানান প্রতিদ্বন্দ্বী প্রার্থী অভিনেত্রী নিপুণ। কিন্তু কিছুদিন পর সেই নির্বাচন নিয়ে আদালতে রিট করেন এ নায়িকা। বিষয়টি নিয়ে যখন সবাই আলোচনা-সমালোচনা করছেন, সেই সময় বিষয়টি নিয়ে কথা বললেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক অনন্ত জলিলের স্ত্রী চিত্রনায়িকা বর্ষা।

শিল্পী সমিতি ও এফডিসিতে অবস্থান করে যারা এসব করছেন তাদের ইঙ্গিত দিয়ে বর্ষা তার ভেরিফায়েড পেজে খবরের একটি কার্ট শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, “শিল্পী সমিতি শিল্পীদের জন্য কি কাজে লাগে তা আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না। যা জানি তা আর বললাম না। পাবলিকের এখন সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার দরকার নাই। মানুষের এত ধৈর্য!”

বর্ষার এ পোস্ট অবশ্য নজর এড়ায়নি নেটিজেনদের। মন্তব্যের ঘরে এ নায়িকার সঙ্গে সহমত পোষণ করে নিজেদের মতামতও জানিয়েছেন তারা। আবার অনেকে মন্তব্যের ঘরে জানিয়েছেন ধন্যবাদ। একজন লিখেছেন, আপনি উচিত কথা লিখেছেন। আরেকজন লিখেছেন, এফডিসিতে এদের জোকারগিরি করতে করতে একটা সার্কাসে পরিণত করছে।

এর আগে বর্ষার স্বামী প্রযোজক, অভিনেতা ও ব্যবসায়ী অনন্ত জলিলকে শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে ডেকেছিলেন নিপুণ। কিন্তু অনন্ত জলিল কৌশলে তাকে ফিরিয়ে দিয়ে গেল মার্চে নির্বাচনের আগে বলেছিলেন, নির্বাচন করার মতো পর্যাপ্ত সময় আমার নেই। যাদের হাতে সিনেমা নেই, তারাই নির্বাচন করে। আমাকে ব্যবসায় সময় দিতে হয় প্রচুর। তার মধ্যেই সময় বের করে শুটিং করি সিনেমার। কিন্তু নির্বাচন করতে হলে তো সময় দিতে হবে। কারণ সময় না দিলে কোনো ক্ষেত্রেই সফল হওয়া সম্ভব না। সে কারণে আমি বিনীতভাবে সভাপতি হওয়ার প্রস্তাব নাকচ করেছি।

এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে বর্ষা অভিনীত সিনেমা ‘নেত্রী দ্য লিডার’। এতে তার বিপরীতে আছেন অনন্ত জলিল। এছাড়া ঘোষণা হয়েছে ‘চিতা’ নামের একটি সিনেমার। এখানেও বরাবরের মতো অনন্ত জলিলকে রাখা হয়েছে বর্ষার সঙ্গে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Customized BY WooHostBD