1. banglahost.net@gmail.com : rahad :
  2. salim@dailynewsporikroma.com : salim_porikroma :
  3. z2dUz2dz2dUz@example.com : z2dUz2dz2dUz :
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৫:৪৪ অপরাহ্ন
২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
ঘোষনা
এবার আরেক মাইলফলকে রোনালদো মানুষের মতো আইনগত অধিকার পেল নিউজিল্যান্ডের পাহাড় সোশ্যাল মিডিয়ায় পরীমণি ঝড়, ১৪ সেকেন্ডের ভিডিও ভাইরাল আবার সড়কে তিতুমীরের শিক্ষার্থীরা, মহাখালী-গুলশান সড়কে যানচলাচল বন্ধ জামায়াত দেশে শিক্ষাক্ষেত্রে নতুন ধারার সূচনা করেছে : মোহাম্মদ সেলিম উদ্দিন মন্ত্রণালয়ের নির্দেশনার তোয়াক্কা না করে ভর্তি পরীক্ষা নিচ্ছে জবি ক্রিকেট বিশ্লেষক সাংবাদিক দেব চৌধুরীর ইসলাম গ্রহণ এক বছর পর আজ মঞ্চে সাবিনা ইয়াসমিন ‘আমি ব্রিটিশ পুলিশ না, রাস্তায় আমার লোককে লাঠিপেটা করতে চাই না’ : ডিএমপি কমিশনার ছাত্ররা দল গঠন করবে: ফিন্যান্সিয়াল টাইমসকে অধ্যাপক মুহাম্মদ ইউনূস

রামরুর গবেষণা প্রতিবেদনে বিদেশে ৩৫ ভাগই কাজ পায় না

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
  • ১৫৪ বার পঠিত

বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশী শ্রমিকরা যচ্ছেন। এদের মধ্যে অনেকেই কাজ না পেয়ে দেশে ফিরে আসছেন। এই বিদেশফেরতদের ৩৫ শতাংশ এসেছেন কাজ না পেয়ে। করোনা মহামারির প্রভাবে চার লাখের বেশি কর্মী দেশে ফিরে এসেছিলেন। গত বছর থেকে প্রতি মাসে প্রায় এক লাখ কর্মী যাচ্ছেন বিভিন্ন দেশে। তবে তাঁদের মধ্যে অনেকেই গিয়ে কাজ পাচ্ছেন না। নানা কারণে তারা দেশে ফিরে আসছেন। দেশে ফিরে আসা কর্মীদের মধ্যে ৩৫ শতাংশ প্রবাসী দেশটিতে গিয়ে তাঁদের কাজ পাননি বলেই ফিরে এসেছেন। ২০২০ সালের পর বিদেশে গিয়ে ফিরে আসা ২১৮ কর্মীর ওপর জরিপ চালিয়ে এ তথ্য পেয়েছে অভিবাসন খাতের বেসরকারি গবেষণা সংস্থা রামরু। এই কর্মীদের মধ্যে ৪২ জন নারী। গত অক্টোবর থেকে নভেম্বর সময়ের মধ্যে এ জরিপ চালায় তারা। গতকাল রাজধানীর একটি হোটেলে আয়োজিত অসময়ে ফিরে আসা নিয়ে পরামর্শ সভায় জরিপের প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশন ও হেলভেটাসের সহায়তায় গবেষণাটি করেছে রামরু। অনুষ্ঠানে অভিবাসন নিয়ে কাজ করা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা বিভিন্ন পরামর্শ দেন। এতে নিবন্ধ উপস্থাপনার পাশাপাশি সঞ্চালনা করেন রামরুর প্রতিষ্ঠাতা চেয়ার ড. তাসনিম সিদ্দিকী। তিনি বলেন, বছরে কত কর্মী পাঠানো হলো, তা সরকারের সফলতা নয়। বরং গুণগত অভিবাসন নিশ্চিত করা হলো সরকারের জন্য সফলতা।

নানা কারণে কর্মীরা দেশে ফিরে এসেছেন বলে জানিয়েছে রামরুর প্রতিবেদন। এতে বলা হয়, কাজ না পেয়ে ফিরে এসেছেন একটি বড় অংশ। এর মধ্যে বিদেশে গিয়ে কোনো কাজ পাননি ১৫ শতাংশ কর্মী। আর ২০ শতাংশ কর্মী তাঁদের চুক্তি অনুসারে কাজ পাননি। কম বেতনের জন্য ফিরেছেন ১৪ শতাংশ কর্মী। আটক হয়ে দেশে ফিরতে বাধ্য হয়েছেন ১৬ শতাংশ কর্মী। বৈধ ভিসা না থাকায় সাড়ে ১০ শতাংশ ও শারীরিক অসুস্থতার কারণে ফিরে এসেছেন ১২ দশমিক ৮ শতাংশ কর্মী।

ফিরে আসা কর্মীদের কয়েকজনের ভিডিও সাক্ষাৎকার তুলে ধরা হয় অনুষ্ঠানে। এর মধ্যে সুমা আকতার নামের এক নারী বলেন, ২০২০ সালে সউদী আরবে যান। তার নিয়োগকর্তার (কফিল) চরিত্র ভালো ছিল না। তাঁকে নিয়মিত যৌন নির্যাতন করেছেন। তিনি অনেক কষ্টে ছয় মাস পার করেছেন। এরপর পালিয়ে গিয়ে দূতাবাসে আশ্রয় নিলে সরকারি ব্যবস্থাপনায় দেশে ফিরে আসেন।

জাতীয় মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য মো. সেলিম রেজা বলেন, বর্তমান প্রক্রিয়ায় লোক পাঠাতে থাকলে ফিরে আসবেই। এটা শুধু মাথা গুনে লোক পাঠানোর প্রক্রিয়া। পুরো প্রক্রিয়ার সংস্কার দরকার। বৈধভাবে বিদেশি গিয়ে কর্মী কেন কাজ পাবেন না? কাজ না থাকলে ভিসা কেন দেওয়া হলো। তারা ভিসা–বাণিজ্য করে কিন্তু স্বীকার করে না। এর জন্য সংশ্লিষ্ট দেশকে জবাবদিহি করাতে হবে। তিনি আরো বলেন, প্রবাসীরা টাকা না পাঠালে কী হয়, তা এখন সবাই টের পাচ্ছেন। হাহাকার এখন। তাই তাঁদের গুরুত্ব দেওয়ার সময় এসেছে। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র, পররাষ্ট্র ও বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজ করতে হবে।

রামরুর প্রতিবেদন অনুযায়ী, ফিরে আসা কর্মীদের সবাই অদক্ষ শ্রমিক। বিদেশে গিয়ে নির্মাণ অবকাঠামো, পরিচ্ছন্নতাকর্মী, গৃহকর্মী, দৈনিক শ্রমিক, কৃষি ও কাঠমিস্ত্রির কাজ করেছেন তারা। মাত্র ৩ শতাংশ কর্মী স্বেচ্ছায় ফিরে এসেছেন। আর যাঁরা আটক হয়ে ফিরতে বাধ্য হয়েছেন, তাঁদের ৪৭ শতাংশের বৈধ কাজের অনুমতিপত্র (ইকামা) ছিল না। আগে ফিরে আসায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হলেও দেশে ফিরে ৭২ শতাংশ ব্যক্তি কোনো ক্ষতিপূরণ পাননি। তাঁদের মধ্যে অনেকেই ফিরে এসে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে গেছেন। তবে এ জরিপে একটা ক্ষেত্রে কিছুটা উন্নতি দেখা গেছে। একসময় বিদেশফেরত কর্মীরা শুধু দালালের নাম বলতেন। এখন সাড়ে ১৫ শতাংশ কর্মী তাঁদের এজেন্সির নাম বলেছেন। ৭৪ শতাংশ কর্মী বলেছেন দালালের মাধ্যমে যাওয়ার কথা।

বিএমইটির মহাপরিচালক সালেহ আহমদ মোজাফফর বলেন, তিন লাখ টাকা খরচ করে বিদেশ গিয়ে যিনি কাজ না পেয়ে ফিরে আসেন, তিনি আসলে পাচারের শিকার। এর জন্য সচেতনতা আরও বাড়াতে হবে। দালালদের জবাবদিহির আওতায় আনা যায় না। তাই জেলা প্রশাসক থেকে শুরু করে ইউনিয়ন তথ্যকেন্দ্র পর্যন্ত বৈধ রিক্রুটিং এজেন্সির তালিকা পাঠানো হচ্ছে। এতে করে কর্মীরা যাচাই করে বিদেশে যেতে পারবেন।

বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির সভাপতি সালমা আলী বলেন, অধিকাংশ নারী কর্মী নানাভাবে নির্যাতিত হয়েছেন। তাই বিমানবন্দরে তাঁদের বিস্তারিত তথ্য নিয়ে দূতাবাসে জানাতে হবে। দূতাবাস থেকে নিয়মিত খোঁজ রাখতে হবে, তাহলে এটি কমবে।

সরকারি মালিকানাধীন রিক্রুটিং এজেন্সি বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মল্লিক আনোয়ার হোসেন বলেন, দূতাবাসের মাধ্যমে নিয়োগকর্তা কোম্পানির সব তথ্য যাচাই-বাছাই করে চুক্তি করা হয়। তাই বোয়েসেল থেকে পাঠানো কর্মীরা অসুস্থতা ছাড়া ফিরে আসেন না। তবে ৯৯ শতাংশ কর্মী পাঠায় বেসরকারি খাত। তাদের জন্য যাচাই করা কঠিন।

বেসরকারি রিক্রুটিং এজেন্সি মালিকদের সংগঠন বায়রার মহাসচিব আলী হায়দার চৌধুরী বলেন, বছরে একবার অন্তত দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে অংশীজনদের বৈঠক করা উচিত। এতে করে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Customized BY WooHostBD