নিউজ পরিক্রমা ডেস্ক: রাজধানীর কাকরাইল মোড়ে পেশাগত দায়িত্বপালনকালে বিএনপি এবং পুলিশের মধ্যকার সংঘর্ষে বেশ কয়েকজন গণমাধ্যমকর্মী আহত হয়েছেন। শনিবার দুপুরে এই সংঘর্ষে ঘটনায় গুরুতর আহত হয়েছেন তারা।
ঢাকা টাইমসের প্রতিবেদক সালেকিন তারিন আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নেওয়া হয়েছে। গুরুতরও আহত অবস্থায় দৈনিক কালবেলার প্রতিবেদক রাফসান জনিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
একই ঘটনায় আহত হয়েছেন ব্রেকিংনিউজের ক্রাইম রিপোর্টার কাজী ইহসান বিন দিদার, আক্রান্ত হন দৈনিক ইনকিলাবের ফটোসাংবাদিক এস এ মাসুম, ব্রেকিং নিউজের নিজস্ব প্রতিবেদক আহসান হাবিব সবুজসহ আরও অনেকে। এছাড়া আরও বেশ কয়েকটি গণমাধ্যমের সাংবাদিক আহত হয়েছেন।