রাজধানীর আধুনিক গণপরিবহন মেট্রোরেলে সম্প্রতি টিকটক ভিডিও বানানোর প্রবণতা বেড়েছে। স্টেশন, প্ল্যাটফর্ম, এমনকি সিঁড়ির মতো জায়গায় শুয়ে-বসে বিভিন্ন অঙ্গভঙ্গি করে ভিডিও করছেন টিকটকাররা। এতে বিব্রতকর পরিস্থিতিতে পড়ছেন অন্য যাত্রীরা। মেট্রোরেলে দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীদের উদাসীনতার সুযোগেই টিকটকাররা এমনটা করছেন বলে অভিযোগ যাত্রীদের।
সম্প্রতি রাজধানীর মেট্রোরেল স্টেশনের একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে এক যুবককে আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তবে বাস্তবে ওই যুবকের কিছু হয়নি। তিনি একজন টিকটকার। টিকটক ভিডিও বানাতেই তার এই অঙ্গভঙ্গি। মেট্রোরেলের কয়েকটি স্টেশন পর্যবেক্ষণ করে দেখা গেছে, মেট্রোর ভিতর, স্টেশন, প্ল্যাটফর্ম, এমনকি সিঁড়ির মতো জায়গায় টিকটক ভিডিও বানানোর প্রবণতা বেড়েছে। টিকটকাররা বিভিন্ন জায়গায় শুয়ে-বসে বিভিন্ন অঙ্গভঙ্গি করে ভিডিও করছেন। এছাড়াও ভিক্ষুক, রিকশা আর টোকাইয়ের আবাসস্থল হয়ে পড়ে মেট্রো স্টেশনের চারপাশে এমনটাই দেখা গেছে। স্টেশনের প্রবেশ পথ চলন্ত সিঁড়ি ঘেঁষে যে টোকাইরা ঘরবাড়ি বানিয়ে ফেলে। প্রবেশ পথে যে রিকশার জটলা দেখা যায়। মেট্রো স্টেশনের নিচে অপরাধীদের আবাসস্থল। বিভিন্ন স্থানে রিকশার গেরেজ ও অস্থায়ী খাবারের দোকান।
এক যাত্রী বলেন, মেট্রোরেল বিনোদনকেন্দ্র নয়। এভাবে টিকটক ভিডিও বানানো অন্যদের জন্য বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। এসব টিকটকারদের আচরণ অস্বস্তিকর এবং গ্রহণযোগ্য নয়। মেট্রোরেল কর্তৃপক্ষের এখনই কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। আরেক যাত্রী বলেন, টিকটকাররা মেট্রোরেলকে বিনোদনকেন্দ্র বানিয়ে ফেলেছে। এভাবে টিকটক ভিডিও বানানো অন্যদের জন্য বিরক্তির। গ্রহণযোগ্য নয়। এসব ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। এসব ভিডিওর সংখ্যা বাড়তে থাকলে পরিবেশ নষ্ট হবে।
যাত্রীদের অভিযোগ, এসব টিকটকারদের কারণে বিব্রতকর পরিস্থিতিতে পড়ছেন তারা। মেট্রোরেলে দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীদের উদাসীনতার সুযোগেই টিকটকাররা এমনটা করছেন। সামাজিক মাধ্যমে প্রকাশিত এমন অনেক ভিডিও নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তারা।
মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, স্টেশন কিংবা প্ল্যাটফর্মে যাত্রীদের অস্বস্তিতে ফেলে কোনও ভিডিও গ্রহণযোগ্য নয়। যাত্রীদের চলাচলে বাধা সৃষ্টি করা বা অপ্রত্যাশিত আচরণ করলে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিশ্চিত করা হবে।
মেট্রোরেল ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বিষয়টি নিয়ে কঠোর অবস্থানের কথা জানান। তিনি বলেন, মেট্রোরেলে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ভিডিও করা নিষিদ্ধ। এমন কর্মকা-ে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আর্থিক জরিমানাসহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। যাত্রীদের এ বিষয়ে সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি বলেন, সবসময় স্টেশনে নিরাপত্তা কর্মীরা উপস্থিত নাও থাকতে পারেন। যাত্রীরা যদি কাউকে টিকটক ভিডিও বানাতে দেখেন, তাহলে নিরাপত্তাকর্মীদের জানালে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। কর্মী আমরা বাড়িয়েছি। শিগগিরই আরও কিছু কর্মী যুক্ত হবেন মেট্রোরেল সেবায়।