মানবতা আজ কোথায়? আপনি আমি আমাদের ছেলে-মেয়েরা নিরাপদ কোথায়? বলা যায় না রাস্তায় হয়তো কোথাও একা মরে পড়ে থাকতে হবে! আর মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখবে, নয়তো মোবাইলে সেলফি তুলে ফেসবুকে শেয়ার করবে। খবরের কাগজের পাতায় হয়তো একদিন আপনার আমার ছবি ছাপা হবে।
’’মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য।’’
বাস্তবে এই গান শুধু শুনতেই ভালো লাগে। এইভাবে রাস্তা-ঘাটে প্রতিদিন কত পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে তার কোন হিসেব আমাদের জানা নেই। জীবন যেন আজ মানুষের হাতের খেলনা হয়ে দাঁড়িয়েছে। মানুষরুপী শয়তানের হাতে ধ্বংস হচ্ছে আমাদের পরিবারের স্বপ্নগুলো।
গতকাল রাজধানীর গোলাপবাগে ‘বেনাপোল এক্সপ্রেস ট্রেনে’ রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে চলন্ত অবস্থায় নাশকতাকারীরা আগুন দিয়েছে। ফলাফল ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু!
আমার স্ত্রী মারা গেছে, সন্তানও পুড়ে গেছে আমি বেঁচে থেকে কি করবো? আহাজারি আগুনে পুড়তে থাকা এক হতভাগা যুবকের। করুণ তার আর্তনাত! হৃদয়গ্রাহী জ্বলতে থাকা দৃশ্য!
ছবিতে তার জ্বলন্ত দেহ ট্রেনের জানালায় ঝুলে আছে। যশোর থেকে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেস ট্রেনে রাত আনুমানিক সাড়ে নয়টায় ঢাকার গোলাপবাগে আগুন লাগলে, মরার আগে হয়তো সে একথাই বলে গিয়েছে-’’আগুন সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই’’।
কাজেই, দলমত, রাজনীতির উর্ধ্বে উঠে দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা যাতে পুনরায় এধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।