বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) চেয়ারম্যান হয়েছেন ড. সামিনা আহমেদ। যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছরের জন্য তাকে গভেষণা ভিত্তিক এই প্রতিষ্ঠানটির চেয়ারম্যান পদে পদায়ন করেছে সরকার। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ আইন, ২০১৩ এর ৫(৩)(৬) ধারা অনুযায়ী তাকে পদায়ন করা হয়েছে।
ড. সামিনা আহমেদ ১৯৯৪ সালের ২৫ ষেপ্টেম্বর বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে বিসিএসআইআরে যোগ দেন। ২০০৪ সালের ২৭ সেপ্টেম্বর তিনি জ্যেষ্ট বৈজ্ঞানিক কর্মকর্তা হিসাবে পদোন্নতি পান। ২০১২ সালের ৭ জুন তিনি মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা পদে পদোন্নতি পান। ২০১৯ সালের ১৫ ডিসেম্বর তিনি প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা হন। তিনি একজন রসায়নবিদ। বিসিএসআইআরে তিনি ৩০ বছর ধরে বৈজ্ঞানিক পদে দায়িত্ব পালন করছেন। তিনি রাসায়নের ওপর উচ্চতর ডিগ্রি নিয়েছেন।