1. banglahost.net@gmail.com : rahad :
  2. salim@dailynewsporikroma.com : salim_porikroma :
  3. z2dUz2dz2dUz@example.com : z2dUz2dz2dUz :
শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ০৬:৪৭ পূর্বাহ্ন
২৮শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
ঘোষনা
এবার আরেক মাইলফলকে রোনালদো মানুষের মতো আইনগত অধিকার পেল নিউজিল্যান্ডের পাহাড় সোশ্যাল মিডিয়ায় পরীমণি ঝড়, ১৪ সেকেন্ডের ভিডিও ভাইরাল আবার সড়কে তিতুমীরের শিক্ষার্থীরা, মহাখালী-গুলশান সড়কে যানচলাচল বন্ধ জামায়াত দেশে শিক্ষাক্ষেত্রে নতুন ধারার সূচনা করেছে : মোহাম্মদ সেলিম উদ্দিন মন্ত্রণালয়ের নির্দেশনার তোয়াক্কা না করে ভর্তি পরীক্ষা নিচ্ছে জবি ক্রিকেট বিশ্লেষক সাংবাদিক দেব চৌধুরীর ইসলাম গ্রহণ এক বছর পর আজ মঞ্চে সাবিনা ইয়াসমিন ‘আমি ব্রিটিশ পুলিশ না, রাস্তায় আমার লোককে লাঠিপেটা করতে চাই না’ : ডিএমপি কমিশনার ছাত্ররা দল গঠন করবে: ফিন্যান্সিয়াল টাইমসকে অধ্যাপক মুহাম্মদ ইউনূস

নতুন বাংলাদেশে ‘যুদ্ধের প্রস্তুতিতে’ বিপিএলের ৭ দল

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ২৫ বার পঠিত

তিন দিন পরেই মাঠে গড়াচ্ছে বিপিএলের একাদশ আসর। বাংলাদেশের সর্বোচ্চ এই ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট ঘিরে ক্রিকেট ভক্তদের জল্পনা-কল্পনার কমতি থাকে না। প্রতি বছর এই লড়াইয়ের জন্য অপেক্ষা করেন ক্রিকেটাররাও। কেবল দেশি নয়, অনেক বিদেশি তারকা ক্রিকেটারদেরও আগ্রহের শীর্ষে থাকে বিপিএল। এবারের বিপিএলের আগে বাংলাদেশে রাজনৈতিক পট-পরিবর্তন হয়েছে। তার প্রভাব পড়েছে টুর্নামেন্টটিতেও।

গেল বারের কয়েকটি ফ্রাঞ্চাইজি অংশ নিচ্ছে না এবার। সেখানে নতুন দল জায়গা করে নিয়েছে। এবার বিপিএলের জন্য নতুন করে নেওয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ। লক্ষ্য আরও বেশি জমজমাট করে তোলা এই আসরকে। তবে সবকিছু সফল হবে, যদি মাঠের লড়াই জীবন্ত হয়ে ওঠে। সেজন্য প্রতিটি দলই শান দিয়ে নিচ্ছে নিজেদের তলোয়ার।

এ দিকে গেল আসরে সব দলে প্রধান কোচ হিসেবে দেশিদের দেখা গিয়েছিল। তবে এবার আর সেটি থাকছে না। সাত দলের মধ্যে তিন দলে দেখা যাবে বিদেশি কোচ। আজ থেকে বিপিএলের দলগুলোর অনুশীলন শুরু হচ্ছে। বেলা ১১টায় মিরপুরে অনুশীলনে নেমেছে ঢাকা ক্যাপিটালস। গেল বার এই দলের নাম ছিল দুর্দান্ত ঢাকা। ঢাকার মালিক পরিবর্তন হওয়ার কারণে দলের নামেও এসেছে পরিবর্তন। তবে প্রধান কোচ হিসেবে বিসিবির সাবেক পরিচালক খালেদ মাহমুদ সুজনই থাকছেন। এই দলের অধিনায়ক হিসেবে লিটন দাসকে দেখা যেতে পারে।

ঢাকার পাশাপাশি মিরপুরে আজ অনুশীলনে নামছে চিটাগাং কিংস। এই দলের নামেও এসেছে পরিবর্তন। গেলবার ছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। পরিবর্তন হয়েছে প্রধান কোচও। গেলবার ছিলেন তুষার ইমরান। এবার চিটাগাং কিংসের কোচ হিসেবে রাখা হয়েছে সাবেক অস্ট্রেলিয়ান তারকা শন টেইটকে। বিদেশি কোচের দ্বারস্থ হয়েছে রংপুর রাইডার্স ও দুর্বার রাজশাহী। রংপুরের দায়িত্ব সামলাবেন দক্ষিণ আফ্রিকান কোচ মিকি আর্থার। তিনি দক্ষিণ আফ্রিকা ছাড়াও অস্ট্রেলিয়া, পাকিস্তান ও শ্রীলঙ্কার প্রধান কোচ হিসেবে কাজ করেছেন। গেল বার রংপুরের প্রধান কোচ ছিলেন সোহেল ইসলাম।

এ দিকে রাজশাহীর প্রধান কোচ হিসেবে দেখা যাবে পাকিস্তানের সাবেক ব্যাটার ইজাজ আহমেদকে। তিনি পাকিস্তানের ১৯৯২ বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন। তার হাত ধরে আগামীকাল থেকে অনুশীলনে নামবে টিম রাজশাহী। অন্যদিকে ঢাকার মতো ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স ও সিলেট স্ট্রাইকার্স আস্থা রেখেছে দেশি কোচদের ওপরে। গেলবার বরিশালকে চ্যাম্পিয়ন করা মিজানুর রহমান বাবুল সামলাবেন তামিম ইকবালদের দায়িত্ব। এই দলটি আগামীকাল থেকে অনুশীলন শুরু করবে।

আর খুলনার ডাগআউটে থাকবেন তালহা জুবায়ের। শনিবার থেকে শুরু হওয়ার কথা রয়েছে খুলনার মূল অনুশীলন। বরিশাল ও খুলনা তাদের পুরোনো কোচ ধরে রাখলেও সিলেটে এসেছে পরিবর্তন। গেলবার সিলেটের প্রধান কোচ হিসেবে কাজ করেছিলেন রাজিন সালেহ। এবার তার জায়গায় দায়িত্ব পালন করবেন নারী দলের সাবেক কোচ এ কে এম মাহমুদ ইমন। খুলনার মতো সিলেটের অনুশীলনও শুরু হবে শনিবার থেকে।

এবারের বিপিএল অন্যরকম করার জন্য বিসিবির পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। কয়েকটি মন্ত্রণালয় কাজ করছে এই টুর্নামেন্ট নিয়ে। গেল সোমবার মিরপুরে জাঁকজমক কনসার্টের মাধ্যমে এবারের আসরের উদ্বোধন করা হয়েছে। যেখানে প্রধান আকর্ষণ হিসেবে ছিলেন রাহাত ফতেহ আলী খান। গতকাল সিলেটেও মিউজিক ফেস্ট অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল এই অনুষ্ঠান হবে চট্টগ্রামে। তাতে ঢাকার বাইরে এই প্রথম বিপিএলের মিউজিক ফেস্ট দেখা যাচ্ছে।

এছাড়াও এবারের আসরে উন্নতমানের ডিআরএস, হকআই, স্পাই ক্যামেরা, ডিজিটাল বিজ্ঞাপন বোর্ডসহ দেখা যাবে আধুনিক সব প্রযুক্তি। দর্শকদের জন্যও থাকছে নানা আয়োজন। এর পাশাপাশি এবারের বিপিএলের বড় অংশ জুড়ে থাকছে বৈষম্যরিবোধী শিক্ষার্থী আন্দোলনের ছোঁয়া।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Customized BY WooHostBD