1. banglahost.net@gmail.com : rahad :
  2. salim@dailynewsporikroma.com : salim_porikroma :
  3. z2dUz2dz2dUz@example.com : z2dUz2dz2dUz :
শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ০৬:৩৮ পূর্বাহ্ন
২৮শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
ঘোষনা
এবার আরেক মাইলফলকে রোনালদো মানুষের মতো আইনগত অধিকার পেল নিউজিল্যান্ডের পাহাড় সোশ্যাল মিডিয়ায় পরীমণি ঝড়, ১৪ সেকেন্ডের ভিডিও ভাইরাল আবার সড়কে তিতুমীরের শিক্ষার্থীরা, মহাখালী-গুলশান সড়কে যানচলাচল বন্ধ জামায়াত দেশে শিক্ষাক্ষেত্রে নতুন ধারার সূচনা করেছে : মোহাম্মদ সেলিম উদ্দিন মন্ত্রণালয়ের নির্দেশনার তোয়াক্কা না করে ভর্তি পরীক্ষা নিচ্ছে জবি ক্রিকেট বিশ্লেষক সাংবাদিক দেব চৌধুরীর ইসলাম গ্রহণ এক বছর পর আজ মঞ্চে সাবিনা ইয়াসমিন ‘আমি ব্রিটিশ পুলিশ না, রাস্তায় আমার লোককে লাঠিপেটা করতে চাই না’ : ডিএমপি কমিশনার ছাত্ররা দল গঠন করবে: ফিন্যান্সিয়াল টাইমসকে অধ্যাপক মুহাম্মদ ইউনূস

ট্রান্সজেন্ডার তাসনুভা আনানের বই আসছে একুশের বই মেলায়

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪
  • ১৩৬ বার পঠিত

২০২১ সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এক ট্রান্সজেন্ডার সংবাদ পাঠিকার সংবাদ পাঠ আলোড়ন তুলেছিল দেশজুড়ে। বিদেশি গণমাধ্যমেও ফলাও করে ছাপা হয়েছিল সে খবর। সেই থেকে দেশের প্রথম ট্রান্সজেন্ডার সংবাদ পাঠিকা হিসেবে নিজের আসন পাকাপাকি করেছেন তাসনুভা আনান। যাকে সবাই চেনেন শিশির নামে।

তবে শুধু সংবাদ পাঠই নয়, শিশির অভিনয় থেকে শুরু করে সাংস্কৃতিক পরিমণ্ডলে বিচরণ করেন ছোটবেলা থেকেই। করেন লেখালেখিও।
এবারের বইমেলায় আসছে তার প্রথম কবিতার বই। নাম দিয়েছেন ‘পারিখ’।

বইটিতে তার লেখা ৫০টিরও বেশি কবিতা থাকবে বলে জানান তিনি। এর মধ্যে বেশির ভাগ কবিতাই প্রেমের, যন্ত্রণার, ভালোবাসার। আছে দিনযাপনের কবিতাও। এরই মধ্যে বইটি প্রচ্ছদ হয়ে গেছে।

করেছেন চারু পিন্টু। ২০২৪ সালের অমর একুশে বইমেলায় অন্বেষা প্রকাশন থেকে প্রকাশ পাবে বইটি।
বইটি প্রসঙ্গে তাসনুভা শিশির বলেন, ‘কবিতার বইয়ের মাধ্যমে লেখক হিসেবে আমার প্রথম আত্মপ্রকাশ হতে যাচ্ছে। সবার ভালোবাসা চাই। আমার বিশ্বাস কবিতাগুলো সবার ভালো লাগবে।

কারণ, আমার জীবনের নানা পর্যায়ে কবিতাগুলো লেখা।’
মূলত ২০২১ সালের ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে তাসনুভা আনান শিশিরের বৈশাখি টিভিতে সংবাদ পাঠই তাকে পরিচিতি এনে দেয়। যদিও বছর দেড়েক হলো তিনি বাস করছেন সুদূর আমেরিকায়। সেখানে যুক্ত আছেন থিয়েটারের সঙ্গে। নিয়মিত মঞ্চনাটকে অভিনয় করছেন। সেখানকার প্রথম সারির একজন মঞ্চকর্মী তিনি। বইমেলা উপলক্ষে দেশেও আসবেন এই অভিনেত্রী ও সংবাদ পাঠিকা। পরিকল্পনা করছেন টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে অভিনয়ের। এরই মধ্যে সে রকম প্রস্তুতি নিয়ে ফেলেছেন।

বলে রাখা ভালো, কৈশোরে বিদ্বেষ, ঘৃণা, হয়রানির শিকার হয়েছেন তাসনুভা শিশির। বাধ্য হয়েছেন পরিবার ছেড়ে দূরে থাকতে। শত প্রতিবন্ধকতার মাঝেও পড়াশোনা চালিয়ে গেছেন, কাজ করেছেন থিয়েটারে। কিছুদিন হলো তিনি যুক্তরাষ্ট্রের ইলগা ওয়ার্ল্ডের বোর্ড সদস্য নির্বাচিত হয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এ বছরের মে মাসের সম্মেলনে এ সম্মান পেয়েছেন তিনি। ১৬০টিরও বেশি দেশ এবং অঞ্চলের ১৭০০টিরও বেশি সংস্থার বিশ্বব্যাপী ফেডারেশন ইলগা ওয়ার্ল্ড যৌন এবং লিঙ্গ সংখ্যালঘু মানুষের মানবাধিকারের পক্ষে কাজ করে থাকে। ইলগা ওয়ার্ল্ড বোর্ডের নির্বাচনে ট্রান্সজেন্ডার স্টিয়ারিং কমিটির চেয়ার নির্বাচিত হন তাসনুভা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Customized BY WooHostBD