শ্রীলংকায় উড়ছেন বাংলাদেশের নারী ক্রিকেটাররা। দুই ম্যাচ হাতে রেখেই স্বাগতিক শ্রীলংকা নারী ‘এ’ দলের বিপক্ষে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ নারী ‘এ’ দল।
পাঁচ ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে শ্রীলংকাকে ৭ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচেও স্বাগতিকদের ১০৪ রানে হারান নিগার সুলতানা জ্যোতি, নাহিদা আকতাররা। আজ তৃতীয় ম্যাচে শ্রীলংকাকে ১০ রানে হারিয়েছে লাল-সবুজ জার্সিধারীরা।
আজ রবিবার সিংলিজ স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ৯৭ রানের পুঁজি পায় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ২১ বলে ২৬ রান করেন দিলারা আকতার।
বাংলাদেশকে অল্প রানে আটকে রেখে সিরিজ বাঁচানোর ভালো সুযোগ ছিল শ্রীলংকার সামনে। তবে ছোট এই রানের লক্ষ্যেও নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৮৭ রানের বেশি করতে পারেনি স্বাগতিক মেয়েরা। ১০ রানের জয়ে সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ।
আগামী মাসে অর্থাৎ অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে বসবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাই শ্রীলংকা সফর ‘এ’ দলের হলেও আদতে বেশিরভাগই জাতীয় দলে খেলা ক্রিকেটার। এমনকি সফরে আছেন জাতীয় দলের নিয়মিত অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিও। যদিও অধিনায়কের দায়িত্ব পালন করছেন না তিনি।