বাংলা একাডেমি পুরস্কার ফেরত দিয়েছেন কথাসাহিত্যিক জাকির তালুকদার। রবিবার তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ তথ্য জানিয়ে বাংলা একাডেমি বরাবর এক লাখ টাকা অর্থমূল্য ফেরতের ব্যাংক চেকের ছবি পোস্ট করেন। একই পোস্টে তার চিঠির সূচনা অংশটিও দেওয়া হয়েছে।
বাংলা একাডেমি পুরস্কার ফেরত বিষয়ে জাকির তালুকদার গণমাধ্যমকে বলেন, ‘আমি বাংলা একাডেমি পুরস্কার ফেরত দিয়েছি। এই মর্মে আমি একটা চিঠি নাটোর থেকে পোস্ট করেছি। তা এক-দুই দিনের মধ্যেই পৌঁছে যাবে।’
কেন এই পুরস্কার ফেরত দিলেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বাংলা একাডেমিতে আড়াই দশকব্যাপী নির্বাচন হয় না। তাই গণতন্ত্রহীনতার প্রতিবাদে আমার এই পুরস্কার ফেরত দেওয়া। প্রতিষ্ঠান যখন সুনাম হারায়, তখন তার মূল্য থাকে না। এ কারণেই আমি বাংলা একাডেমি পুরস্কার ফেরত দিয়েছি।’