অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। বৃষ্টির কারণে ১৩ ওভারে নেমে আসা ম্যাচে প্রথমে ব্যাট করা ক্যারিবীয়রা ৬ উইকেট হারিয়ে কেবল ৫৪ রান করতে পারে। জবাবে ৮.৫ ওভারেই বিনা উইকেটে ৫৫ রান করে জয় ছিনিয়ে নেয় টাইগ্রেস যুবারা।
আজ মঙ্গলবার কুয়ালালামপুরের বেইউমাস ওভালে সুপার সিক্সের গ্রুপ ওয়ানের ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সুমাইয়া আক্তার। তবে ভারি বৃষ্টির কারণে ১৩ ওভারে নেমে আসা ম্যাচে উইন্ডিজ খুব একটা সুবিধে করতে পারেনি। বাংলাদেশ বোলারদের দাপটে একের পর উইকেট হারায় তারা। সর্বোচ্চ ১৬ রান করে অপরাজিত থাকেন আমরিতা রামতাহাল। এছাড়া ১৩ রান করেন নাইজান্নি চুম্বেরব্যাচ।
নিশিতা আক্তার নিশি ৩টি উইকেট দখল করেন। আর আনিসা আক্তার সোবা ২টি উইকেট শিকার করেন।
৫৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুই ওপেনারের দৃঢ়তায় নবম ওভারেই বিনা উইকেটে জয় লাভ করে বাংলাদেশ। ফহোমিদা ছোয়া ১৪ ও জুয়াইরিয়া ফেরদৌস ২৫ রানে অপরাজিত থাকেন।
এই বিশ্বকাপ থেকে অবশ্য বাংলাদেশ আগেই ছিটকে গেছে। এরপরও এই জয়টি নিঃসন্দেহে দলকে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে। আর টুর্নামেন্টে বাংলাদেশ খারাপও করেনি। সব মিলিয়ে ৫ ম্যাচ খেলে জিতেছে ৩টিতে। এর আগে হারিয়েছে নেপাল ও স্কটল্যান্ডকে।