দেশের সব কলেজ-বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বর্জনের ডাক দিয়েছেন সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে রাজধানীর শাহবাগ মোড় থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
এর আগে শাহবাগ মোড় টানা ছয় ঘণ্টা অবরোধ করে রাখেন আন্দোলনকারীরা। আজ দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে এই অবরোধ। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়।
অবরোধ শেষে মিছিলসহ রাজু ভাস্কর্যের পাদদেশে এসে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়। কমসূচির মধ্যে রয়েছে আগামীকাল শুক্রবার অনলাইন-অফলাইনে বৈঠক, শনিবার বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল এবং রবিবার সব কলেজ-বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বর্জনসহ অবস্থান ধর্মঘট।
আন্দোলনের প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, ‘হাইকোর্ট শিক্ষার্থীদের প্রতি প্রহসন করছে। তারা পুনরায় সিদ্ধান্ত গ্রহণ করুক এবং শিক্ষার্থীদের দাবি বিবেচনা করুক। আমরা হাইকোর্টের বিরুদ্ধে না। তারা নিজেদের মতো কাজ করে যাবে কিন্তু আমরা আন্দোলনের মাধ্যমে আমাদের দাবি আদায় করে ঘরে ফিরব।’
তিনি আরও বলেন, ‘আজ আমরা ফিরে যাচ্ছি। কিন্তু আগামীতে আরও বেশি শক্তি সঞ্চয় করে রাজপথে নামব। আজ সারাদেশে শিক্ষার্থীরা নিজেদের দাবি আদায়ে আন্দোলন সংগ্রাম করেছে। আশা করি, আমাদের দাবি আদায়ের আগ পর্যন্ত তারা আমাদের সঙ্গে থাকবে।’