এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে আজ থেকে। এ পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মোমবাতি ও দিয়াশলাই সঙ্গে আনার নির্দেশনা দিয়েছে টাঙ্গাইলের এক কলেজ কর্তৃপক্ষ। গতকাল টাঙ্গাইলের মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আমিনুল ইসলাম স্বাক্ষরিত এমন নোটিশ কলেজের ফেসবুকে পেজে পোস্ট করা হয়। এ নিয়ে অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে চলছে তুমুল আলোচনা-সমালোচনা।
কলেজটি ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে একটি পরীক্ষাকেন্দ্র। এখানে ১,১৯৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন। শনিবার (২৯ জুন) প্রকাশিত বিজ্ঞপ্তিতে সই করেছেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আমিনুম ইসলাম। তার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বিজ্ঞপ্তির সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে কলেজ কর্তৃপক্ষের এমন নোটিশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। নেটিজেনরা এ নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করছেন। পরে নোটিশটি কলেজ কর্তৃপক্ষ তাদের ফেসবুক পেজ থেকে ডিলিট করে দেয়।
কলেজের নোটিশে বলা হয়েছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা থাকায় পরীক্ষার্থী সকলকে পরীক্ষা কেন্দ্রে মোমবাতি ও দেশলাই সঙ্গে আনার জন্য নির্দেশ দেওয়া হলো। নোটিশ প্রস্তুত করেন সাজিয়া আফরিন নামে কলেজের এক কম্পিউটার অপারেটর।
মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, সন্তোষ মাওলানা ভাসানী কলেজের অধ্যক্ষের পরামর্শে নোটিশটি দেওয়া হয়। কিন্তু পরবর্তীতে সেটি ফেসবুকে ভাইরাল হওয়ার পর ডিলিট করা হয়েছে। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার শঙ্কার কারণে ওই কলেজ কর্তৃপক্ষও একই নোটিশ জারি করেছে।
তিনি আরও জানান, পরীক্ষা শুরুর দিন থেকে টানা সপ্তাহখানেক দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে এমন শঙ্কায় পরীক্ষার্থীদের একটি মোমবাতি ও দেশলাই আনতে বলা হয়েছিল। কলেজে জেনারেটরের ব্যবস্থা নেই। বিদ্যুৎ চলে গেলে সমস্যার সৃষ্টি হবে। এছাড়া ১২০০ শিক্ষার্থীর জন্য এত মোম জোগাড় করা সম্ভব না। একজন শিক্ষকের পরামর্শে নোটিশটি দিয়ে বিব্রত হয়েছেন বলেও জানান তিনি।
ভাসানী আদর্শ কলেজের অধ্যক্ষ দেলোয়ার হোসেনের সঙ্গে মোবাইলে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।
এ ব্যাপারে টাঙ্গাইল অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জয়াউল ইসলাম জানান,এই নোটিশ যারা করেছে সেটি খতিয়ে দেখা হবে। পরীক্ষা কেন্দ্রে আলোকস্বল্পতা থাকলে সেটি পরীক্ষা ব্যবস্থাপনায় যারা আছেন তারা দেখভাল করবেন।