ফুটবল ক্যারিয়ারে অনেক রেকর্ডের জন্ম দেওয়া ক্রিস্তিয়ানো রোনালদো এবার উঠলেন আরেক উচ্চতায়। ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ক্লাব ক্যারিয়ারে ৭০০ ম্যাচ জেতার অনন্য রেকর্ড গড়লেন পর্তুগিজ তারকা।
সউদি প্রো লিগে বৃহস্পতিবার রাতে আল-রায়েদকে ২-১ গোলে হারায় আল নাসর। দলের জয়ে দ্বিতীয় গোলটি করেন রোনালদো। আল নাসরের হয়ে যা তার ৯৪ ম্যাচে ৮৫তম গোল, ক্যারিয়ারে যা ৯২১ তম। তবে জয়টি তার আলাদাভাবে মনে থাকবে নতুন মাইফলকের জন্যই।
৩৯ বছর বয়সী এই তারকার জয়যাত্রা শুরু হয়েছিল শৈশবের ক্লাব স্পোর্তিং লিসবনের হয়ে। পর্তুগিজ ক্লাবটির হয়ে জেতের ১৩ ম্যাচ। এরপর দুই মেয়াদে ম্যানচেস্টার ইউনাইটেডে জেতেন ২১৪টি। নিজেকে সর্বকালের সেরাদের একজনের কাতারে নিয়ে যাওয়ার পথে সবচেয়ে সফল ও সেরা সময় কাটানো রিয়াল মাদ্রিদের হয়ে জেতেন ৩১৬ ম্যাচ। সেখান থেকে ইউভেন্তুসে গিয়ে ম্যাজ জেতেন ৯১টি। সঙ্গে আল নাসরের ৬৬ জয় মিলিয়ে নতুন উচ্চতা স্পর্শ করলেন রোনালদো।