তাঁকে বাংলা গানের সবচেয়ে সফল নারী কণ্ঠ বললে মোটেও ভুল হবে না। ছয় দশকের বেশি সময় ধরে সুরের সুধা বিলিয়ে আসছেন সাবিনা ইয়াসমিন। অথচ গত এক বছরে একটিবারও মঞ্চে গাইতে পারেননি। কারণ শারীরিক অসুস্থতা।
ক্যান্সারের চিকিৎসায় ছুটেছেন দেশ-বিদেশে। অবশেষে আজ মঞ্চে ফিরছেন গানের পাখি। ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে গাইবেন তিনি। অনুষ্ঠানের জন্য মহড়া সেরে সাবিনা ইয়াসমিন বলেন, ‘গানেই আমার যত আনন্দ।
সেই আনন্দের জায়গায় ফেরার অনুভূতি অন্য রকম।’ ১৮ ফেব্রুয়ারি চট্টগ্রামেও একটি অনুষ্ঠান করবেন শিল্পী।