পাকিস্তানের মুলতানে নাটকীয় এক দিন দেখল ক্রিকেটবিশ্ব। স্বাগতিক পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজের শেষ টেস্টের প্রথম দিনেই অলআউট হয়েছে দুই দল। প্রথমে ব্যাট করা ওয়েস্ট ইন্ডিজের ১৬৩ রানের বিপরীতে পাকিস্তান অলআউট হয়েছে ১৫৪ রান করে। ৯ রানের লিড পেয়েছে সফরকারীরা।
প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে পাকিস্তানি স্পিনারদের তোপে এক পর্যায়ে ৩৮ রানের মধ্যে ৭টি ও ৫৪ রানের মধ্যে ৮টি উইকেট হারিয়ে বসে উইন্ডিজ। সেখান থেকে লেজের ৩ ব্যাটার গুড়াকেশ মোতি, কেমার রোচ ও জোমেল ওয়ারিকানের ব্যাটিং বীরত্বে ১৬৩ রান করে ক্যারিবিয়ানরা। দলের হয়ে সর্বোচ্চ ৫৫ রান আসে মোতির ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ৩৬* ওয়ারিকানের ব্যাটে ও রোচ করেন তৃতীয় সর্বোচ্চ ২৫ রান। অথচ আগের ৮ ব্যাটারের মধ্যে দুই অঙ্ক স্পর্শ করেছেন কেবল কেভাম হজ (২১)।
এদিন হ্যাটট্রিক করে ইতিহাস গড়েছেন ৩৮ বছর বয়সী পাকিস্তানি স্পিনার নোমান আলী। ইনিংস শেষে তার বোলিং ফিগার দাঁড়ায়- ১৫.১-৩-৪১-৬। বাকি চার উইকেটের দুইটি সাজিদ খান ও একটি করে উইকেট ভাগ করে নেন আবরার আহমেদ ও কাসিফ আলী।
এত কম রান করেও লিড নেওয়ার কতা হয়তো ওয়েস্ট ইন্ডিজও ভাবতে পারেনি। তবে প্রথম টেস্টে দুর্দান্ত বল করা জোমেল ওয়ারিকান আজও দেখিয়েছেন তার স্পিন ভেলকি। পাকিস্তানকে ১৫৪ রানে গুটিয়ে দেওয়ার পথে সবচেয়ে সফল বোলার তিনিই। ৪৩ রানের বিনিময়ে ৪ উইকেট নিয়েছেন তিনি। শুরুটা অবশ্য করেছিলেন মোতি ও রোচ। ৪৯ রানের বিনিময়ে মোতি ৩টি ও ২ উইকেট নেন রোচ।
পাকিস্তানকে নাকানিচুবানি খাইয়েছেন উইন্ডিজ বোলাররা। ছবি: উইন্ডিজ ক্রিকেট
৫১ রানের মধ্যে ৪ উইকেট হারানো পাকিস্তানকে আরও বড় বিপদের হাত থেকে রক্ষা করেন সৌদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ান। ৬৫ রানের জুটি গড়ে দলকে শতরান পার করতে সাহায্য করেন তারা। তবে এই দুজন আউট হয়ে গেলে দ্রুতই গুটিয়ে যায় পাকিস্তান। ৩৫ রানের মধ্যে ৬ উইকেট হারায় তারা। রিজওয়ান ৪৯ ও শাকিল ৩২ রান করে আউট হন।
মুলতানে আজ কয়েকটি রেকর্ড:
১) টেস্টের প্রথম দিনে ২০ উইকেট পতনের ঘটনা এশিয়ার মাটিতে এই প্রথম ঘটল। এর আগে ১৯৮৭ সালে সর্বোচ্চ ১৮ উইকেটের পতন হয়েছিল ভারত ও উইন্ডিজের দিল্লি টেস্টে।
২) প্রথম ইনিংসে দুই শ রানের নিচে অলআউট হয়েও ইতিহাসে মাত্র চতুর্থবারের মতো লিড পেল ওয়েস্ট ইন্ডিজ। ১৯৯৮ সালে ইংল্যান্ডের বিপক্ষে পোর্ট অব স্পেনে ১৫৯ রানে অলআউট হয়েও ১৪ রানের লিড পায় ক্যারিবিয়ানরা। বাকি দুইটি ঘটনা ১৯৯১ ও ১৯৮৪ সালের। ব্রিজটাউনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৪৯ রানে অলআউট হয়ে ১৫ রানের ও ইংল্যান্ডের বিপক্ষে ওভালে ১৯০ রানে অলআউট হয়ে ২৮ রানের লিড পায় উইন্ডিজ।
৩) ২০১৫ সালের পর থেকে টেস্টের প্রথম দিনে সর্বোচ্চ উইকেট
*২৩ উইকেট, দক্ষিণ আফ্রিকা বনাম ভারত; কেপ টাউন, ২০২৪
*২০ উইকেট, পাকিস্তান বনাম ওয়েস্ট ইন্ডিজ; মুলতান, ২০২৫
*২০ উইকেট, ইংল্যান্ড বনাম আয়ারল্যান্ড; লর্ডস, ২০১৯
*১৭ উইকেট, অস্ট্রেলিয়া বনাম ভারত; পার্থ, ২০২৪
*১৭ উইকেট, ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড; লর্ডস ২০২২
*১৭ উইকেট, ওয়েস্ট ইন্ডিজ বনাম দক্ষিণ আফ্রিকা; প্রোভিন্স, ২০২৪