সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে ছন্দে নেই বাবর আজম। চলমান সেঞ্চুরিয়ান টেস্টের প্রথম ইনিংসেও আলো ছড়াতে পারেননি তিনি। মাত্র ৪ রান প্যাভিলিয়নে ফেরেন এই ব্যাটার। তাতেই অবশ্য গড়েছেন এক রেকর্ড। তিন ফরম্যাট মিলিয়ে ৪ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন সাবেক এই পাক অধিনায়ক।
সেঞ্চুরিয়নে কামরানকে নিজের পছন্দের পজিশন ছেড়ে দেন বাবর। তিনে ব্যাটিংয়ে নেমে অবশ্য সুবিধা করতে পারেনি বাবর। ডেন পেটারসনের বলে আউট হয়ে ফেরার আগে টেস্টে ৪ হাজার রান পূর্ণ করেন তিনি।
এর আগে, কোরবিন বোসকে বাউন্ডারি হাঁকিয়ে টেস্টে ৪ হাজার রান পূর্ণ করেন বাবর। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে আগেই ৪ হাজার রানের এই মাইলফলক ছুঁয়েছেন তিনি। সবমিলিয়ে তিন ফরম্যাটে ৪ হাজার রান করা ব্যাটারদের এলিট ক্লাবে ঢুকলেন পাকিস্তানের সাবেক এই দলপতি।
ক্রিকেট ইতিহাসের তৃতীয় ব্যাটার হিসেবে এই ক্লাবে নাম তুলেছেন বাবর। এর আগে, ২০২২ সালে বিরাট কোহলি প্রথম ক্রিকেটার হিসেবে এই মাইলফলক ছুঁয়ে ছিলেন। কোহলির পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে রোহিত শর্মা এই কৃতিত্ব অর্জন করেন। এবার এই এলিট ক্লাবের নতুন সদস্য হলেন বাবর।
টেস্টে বাবরের মোট রান এখন ৪ হাজার ১। ওয়ানডেতে ৫ হাজার ৯৫৭ এবং আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৪ হাজার ২২৩ রান করেছেন তিনি।
প্রকাশক ও সম্পাদক: মোঃ রেজাউল ইসলাম সেলিম
মোবাইল: +৮৮০ ১৭১২ ৫৫৭৯১৬
ই-মেইল: newsporikroma@gmail.com