ঢাকা-কক্সবাজার রুটে আরো একটি নতুন আন্ত নগর ট্রেন চালু হতে যাচ্ছে। একই সঙ্গে খুলনা-যশোর-মোংলা রুটে মোংলা কমিউটার ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ১ জানুয়ারি থেকে ট্রেন দুটির চলাচল শুরু হবে। আজ বুধবার দুপুরে রেলভবনে এক সংবাদ সম্মেলনে রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন এসব তথ্য জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, কক্সবাজারে চলাচল করতে যাওয়া নতুন ট্রেনটি কক্সবাজার থেকে রাত ৮টায় ছেড়ে কমলাপুর পৌঁছবে ভোর সাড়ে ৪টায়। ঢাকা থেকে ট্রেনটি সকাল ৬টা ১৫ মিনিটে ছাড়বে এবং কক্সবাজার পৌঁছবে বিকেল ৩টায়।
নতুন এই ট্রেনের নাম প্রস্তাব করা হয়েছে তিনটি। নামগুলো হচ্ছে- পালংকি এক্সপ্রেস, তরঙ্গ এক্সপ্রেস এবং প্রবাল এক্সপ্রেস।
তবে নাম এখনো চূড়ান্ত হয়নি। এই ট্রেনে ১৬টি বগি থাকবে। এর মধ্যে খাবারের গাড়ি দুইটি, এসি চেয়ার ছয়টি, পাওয়ার কার একটি, শোভন চেয়ার সাতটি। মোট আসন থাকবে ৭৮০টি।
এর মধ্যে এসি চেয়ার ৩৩০টি ও শোভন চেয়ার ৪৫০টি।
সংবাদ সম্মেলনে রেলপথমন্ত্রী বলেন, পর্যটকদের চাহিদার পরিপ্রেক্ষিতে ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে সদ্য আমদানি করা কোরিয়ান কোচ দিয়ে আরো এক জোড়া নন-স্টপ আন্ত নগর ট্রেন পরিচালনা করা হবে। বর্তমানে কক্সবাজার রুটে একটি ট্রেন চলছে, তাতে যাত্রীদের চাহিদা অনেক বেশি।
রেলে নাশকতা করা হচ্ছে অভিযোগ তুলে নূরুল ইসলাম সুজন বলেন, কক্সবাজারের নতুন রেললাইনের ফিসপ্লেট মানুষ তুলে নিয়ে যাচ্ছে। এ কারণে দুর্ঘটনা ঘটতে পারে।
তবে এটা নাশকতা কি না সেটা আমরা খতিয়ে দেখছি। বিএনপি কর্মসূচির নামে নাশকতা করছে। আমাদের ট্রেনে আগুন দেওয়া হচ্ছে। নাশকতার কারণে ট্রেনের গতি কিছুটা কমিয়ে দেওয়া হয়েছে। ফলে বিভিন্ন রুটে ট্রেন চলাচল কিছুটা ডিলে হচ্ছে।