1. banglahost.net@gmail.com : rahad :
  2. salim@dailynewsporikroma.com : salim_porikroma :
  3. z2dUz2dz2dUz@example.com : z2dUz2dz2dUz :
মঙ্গলবার, ১০ জুন ২০২৫, ০৮:০০ পূর্বাহ্ন
২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
ঘোষনা
এবার আরেক মাইলফলকে রোনালদো মানুষের মতো আইনগত অধিকার পেল নিউজিল্যান্ডের পাহাড় সোশ্যাল মিডিয়ায় পরীমণি ঝড়, ১৪ সেকেন্ডের ভিডিও ভাইরাল আবার সড়কে তিতুমীরের শিক্ষার্থীরা, মহাখালী-গুলশান সড়কে যানচলাচল বন্ধ জামায়াত দেশে শিক্ষাক্ষেত্রে নতুন ধারার সূচনা করেছে : মোহাম্মদ সেলিম উদ্দিন মন্ত্রণালয়ের নির্দেশনার তোয়াক্কা না করে ভর্তি পরীক্ষা নিচ্ছে জবি ক্রিকেট বিশ্লেষক সাংবাদিক দেব চৌধুরীর ইসলাম গ্রহণ এক বছর পর আজ মঞ্চে সাবিনা ইয়াসমিন ‘আমি ব্রিটিশ পুলিশ না, রাস্তায় আমার লোককে লাঠিপেটা করতে চাই না’ : ডিএমপি কমিশনার ছাত্ররা দল গঠন করবে: ফিন্যান্সিয়াল টাইমসকে অধ্যাপক মুহাম্মদ ইউনূস

হোয়াইটওয়াশ এড়ালো বাংলাদেশ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ১৬১ বার পঠিত

আগের ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে নিউজিল্যান্ডের কন্ডিশনে ভালো করার জন্য সফলভাবে পরিকল্পনা কাজে লাগাতে পেরে খুশি বাংলাদেশের তরুণ পেস সেনসেশন তানজিম হাসান সাকিব।

সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে শনিবার ৭ ওভার বল করে ২ মেডেনে ১৪ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের ৯ উইকেটের জয়ে সবচেয়ে বড় অবদান রাখেন তানজিম। এই জয়ে শুধুমাত্র হোয়াইটওয়াশই এড়ায়নি বাংলাদেশ, নিউজিল্যান্ডের মাটিতে প্রথম ওয়ানডে জয়ের স্বাদও নেয় টাইগাররা।

নেপিয়ারে বাংলাদেশের জয়ের পর তানজিম বলেন, ‘গত ম্যাচে আমার বোলিং ছিল এলোমেলো। আজ আমার আঁটসাঁট বোলিং করার লক্ষ্য ছিলো, আমি সেটিই করেছি।’

তিনি আরও বলেন, ‘ নিজের পারফরমেন্সে আমি সত্যিই খুশি। প্রত্যাশানুযায়ী শুরুটা বেশ ভালো ছিল। আমি সত্যিই বোলিং উপভোগ করেছি। বল ভিতরে ঢুকছিলো, সিমে পড়ে মুভ করছিলো। এটা সত্যিই দলের জন্য সুবিধা করে দিয়েছে।’

বোলিংয়ে দারুণ সুইং প্রদর্শন করেছেন তানজিম। চতুর্থ ওভারে রাচিন রবীন্দ্রকে আউট করে বাংলাদেশকে প্রথম ব্রেক-থ্রু এনে দেন তিনি। অষ্টম ওভারে হেনরি নিকোলসকে শিকার করে ২২ রানে নিউজিল্যান্ডের দ্বিতীয় উইকেটের পতন ঘটান তানজিম। এরপর ২২ রানে ৩ উইকেট শিকার করে নিউজিল্যান্ডকে ব্যাকফুটে ঠেলে দেন শরিফুল ইসলাম। বাজে শুরুর পর আর ঘুরে দাঁড়াতে পারেনি নিউজিল্যান্ড।

৩ উইকেট নিয়েছেন সৌম্য সরকারও। নিউজিল্যান্ডের শেষ উইকেট শিকার করেন মুস্তাফিজুর রহমান। এতে ২০০৭ সালের পর ঘরের মাঠে সর্বনিম্ন রানে (৯৮) অলআউট হয় নিউজিল্যান্ড।

জবাবে ২০৯ বল বাকী রেখে ৯৯ রানের টার্গেট স্পর্শ করে ফেলে বাংলাদেশ। বল হাতে রেখে ম্যাচ জেতার ক্ষেত্রে এটি বাংলাদেশের তৃতীয় বড় জয়। এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে ২২৬ বল এবং আয়ারল্যান্ডের বিপক্ষে ২২১ বল বাকী জয় পেয়েছিলো টাইগাররা।

তানজিম বলেন, ‘আমি উইকেট টু উইকেটে বল করে লাইন-লেন্থ ধরে রাখার চেষ্টা করেছি। বাকি কাজ উইকেট করেছে, এটা সত্যি উইকেট থেকে সাহায্য পেয়েছি। পেস বোলারদের জন্য এটা ভালো উইকেট ছিল। আমি ঠিক করেছিলাম, লাইন এবং লেন্থ ঠিক রাখতে হবে এবং সেটি করতে পেরে আমি রোমাঞ্চিত।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Customized BY WooHostBD