দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জে ছয়টি আসনের বেসরকারি ফলাফল পাওয়া গেছে। বেসরকারি ফলাফলে বিজয়ী প্রার্থীদের নাম ও প্রাপ্ত মোট ভোট সংখ্যা:
সিরাজগঞ্জ-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তানভীর শাকিল জয় নৌকা প্রতীক নিয়ে আবারও নির্বাচিত হয়েছে। এ নিয়ে তিনি তৃতীয় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন ।
সিরাজগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জান্নাত আরা হেনরী নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন ।
সিরাজগঞ্জ-৩ আসনে আব্দুল আজিজ নৌকা প্রতীক নিয়ে দ্বিতীয় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছে।
সিরাজগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম নৌকা প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে ।
সিরাজগঞ্জ-৫ আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শিল্পপতি আব্দুল মোমিন মন্ডল বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ।
সিরাজগঞ্জ-৬ আসনে নৌকা প্রতীকের প্রার্থী মোঃ চয়ন ইসলাম বেসরকারি ফলাফলে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
সিরাজগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী তানভীর শাকিল জয় পেয়েছেন ২ লাখ ৭৮ হাজার ৯৭১ ভোট । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীকের জাতীয় পার্টির প্রার্থী জহুরুল ইসলাম পেয়েছেন ৩ হাজার ১৩৯ ভোট।
সিরাজগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী জান্নাত আরা হেনরী পেয়েছেন ১ লাখ ৮৪ হাজার ৮৫৮ ভোট । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীকের জাতীয় পার্টির প্রার্থী আমিনুল ইসলাম পেয়েছেন ৪ হাজার ৫৮০ ভোট।
সিরাজগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল আজিজ পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৬৪২ ভোট । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাখাওয়াত হোসেন সুইট পেয়েছেন ৪৪ হাজার ৭০৮ ভোট।
সিরাজগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী শফিকুল ইসলাম পেয়েছেন ২ লাখ ২০ হাজার ১৫ ভোট । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীকের জাতীয় পার্টির প্রার্থী হিলটন প্রামানিক পেয়েছেন ৭ হাজার ৮৮ ভোট।
সিরাজগঞ্জ-৫ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল মোমিন মন্ডল পেয়েছেন ৭৭ হাজার ৪২২ ভোট । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ বিশ্বাস পেয়েছেন ৭৩ হাজার ১৮৩ ভোট।
সিরাজগঞ্জ-৬ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মোঃ চয়ন ইসলাম পেয়েছেন ১ লাখ ২৮ হাজার ৮৯০ ভোট । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হালিমুল হক মিরু পেয়েছেন ২৫ হাজার ৬৭৬ ভোট।