স্পোর্টস নিউজ ডেস্ক: কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে সোমবার দ্বিতীয় প্রীতি ম্যাচে মুখোমুখি হয় দুই দল। বাংলাদেশ প্রথমার্ধ শেষ করে ৩-০ গোলে এগিয়ে। পরে করে আরও ৫ গোল। সব মিলিয়ে ৮-০ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে সাইফুল বারীর শিষ্যরা।
শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে বাংলাদেশ। সুযোগও মিলতে থাকে।। সিঙ্গাপুরের ওপর চাপ ধরে রাখায় দ্রুতই মেলে গোলের দেখা। ১৬ ও ১৮তম মিনিটের ভেতর বাংলাদেশ দুই গোল পায়।
১৬তম মিনিটে সাবিনার ফ্রি কিক বক্সের মধ্যে আফিদার ভলিতে মাসুরা পারভীন হেড করেন। তহুরা আরেক হেডে বল জালে পাঠান। এক মিনিট পরেই অধিনায়ক সাবিনার নেওয়া কর্নার সিঙ্গাপুরের ডিফেন্ডারের গায়ে লেগে বল পোস্টের সামনে পড়ে। ফাঁকা দাঁড়িয়ে থাকা ঋতুপর্ণা চাকমা প্লেসিংয়ে ২-০ করেন। আর ২৪তম মিনিটে বক্সের মধ্য থেকে সানজিদার শট সিঙ্গাপুরের গোলরক্ষক গ্রিপে নিতে পারেননি। সামনে থাকা তহুরা বল জালে পাঠান।
প্রথমার্ধের বাকি সময় বাংলাদেশ বল পায়ে আক্রমণ অব্যাহত রাখলেও ব্যবধান আর বাড়েনি। তবে গোল উৎসব অব্যহত থাবে দ্বিতীয়ার্ধেও।
৫৭তম মিনিটে ব্যবধান ৪-০ করে দেন সানজিদা আক্তার। ৫ মিনিট পর ম্যাচে নিজের দ্বিতীয় গোল পেয়ে যান ঋতুপর্ণা চাকমা। ৭৫তম মিনিটে জালের দেখা পান সাবিনা খাতুন। ৮৮তম মিনিটে গোল করেন সুমাইয়া। আর ম্যাচের যোগ করা সময়ে ব্যবধান ৮-০ করে দেন শামছুন্নাহার। বিশাল ব্যবধানে পাওয়া জয়ের উৎসব শুরু করে বাংলাদেশ।