নিউজ পরিক্রমা ডেস্ক: রাশিদাজ্জোহা সরকারি মহিলা কলেজ প্রাঙ্গনে গতকাল সোমবার (১১-ই ডিসেম্বর) নবীনবরণ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. খাদেমুল ইসলাম। এছাড়া আরো উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ মোঃ লুৎফর রহমান, শিক্ষক পরিষদের সম্পাদক এইচ এম ইদ্রিস এবং অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক মোঃ বদরুল ইলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, কলেজের শিক্ষার্থীরা শুধু পড়ালেখাই করবে এমনটা নয়, পড়ালেখার বাইরেও তাদের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসে তাদের অংশগ্রহণ থাকবে এবং এই কলেজকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এই প্রত্যাশা করি। তিনি আরও বলেন, বর্তমান সময়ের আলোচিত-সমালোচিত মোবাইল আসক্তি থেকে তোমাদের সবাইকে বের হয়ে আসতে হবে। সেইসাথে বাবার পাশাপাশি শিক্ষার্থীদেরকে মায়ের গভীরতম আত্না, গভীরতম অনুভূতি উপলদ্ধি করতে বলেন। তিনি বলেন, নবীনদের বরণ করে নেওয়ার উদ্দেশ্য হলো তাদের আরো বড় পরিসরে যাওয়ার পথকে প্রশস্ত করে দেয়া। আর এজন্য তিনি শিক্ষার্থীদের নিয়মিত শ্রেণিতে উপস্থিত থাকার নির্দেশ দেন এবং অত্র প্রতিষ্ঠানকে সমগ্র বাংলাদেশের মধ্যে একটি শ্রেষ্ঠ বিদ্যাপিঠে পরিণত করতে শিক্ষার্থীদের নিকট সহযোগিতা কামনা করেন। পাশাপাশি তিনি নবীনদের প্রতি তার ভালোবাসা ও মমত্ববোধের কথাও প্রকাশ করেন।
পুরস্কার বিতরণ শেষে, সিরাজগঞ্জের প্রখ্যাত শিল্পীদের দ্বারা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।